তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ
তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৪°২৮′৫৮″ উত্তর ৯১°৫৩′৩০″ পূর্ব / ২৪.৪৮২৬৬° উত্তর ৯১.৮৯১৬৬° পূর্ব |
তথ্য | |
ধরন | স্কুল ও কলেজ |
প্রতিষ্ঠাকাল | স্কুল: ১৯৩১ কলেজ: ২০১১ |
প্রতিষ্ঠাতা | অপূর্ব কুমার নাগ, আলহাজ্ব ফয়জুল হক |
বিদ্যালয় কোড | ২৩০২ |
কলেজ কোড | ২৩৮২ |
ইআইআইএন | ১২৯৭৩৮ |
অধ্যক্ষ | মোহাম্মদ রহিম খাঁন[১] |
অনুষদ | বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক |
লিঙ্গ | সহশিক্ষা |
শ্রেণি | ৬ষ্ঠ থেকে ১২শ |
ভাষা | বাংলা |
বোর্ড | সিলেট শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | tarapashahsc |
তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[২] এটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সালে উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নীত হয়।[৩] এটি একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।[৪]
অবস্থান
[সম্পাদনা]তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে অবস্থিত।[৫]
ইতিহাস
[সম্পাদনা]তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯৩১ সালে অপূর্ব কুমার নাগ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[৩] ২০১১ সালে উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নীত হয়।[৬] ১৯৮৫ সাল থেকে এই প্রতিষ্ঠানের স্কুল শাখা এমপিওভুক্ত ছিল। ২০২২ সালে এর কলেজ শাখাও এমপিওভুক্ত হয়।[৪][৭]
অনুষদ
[সম্পাদনা]এই শিক্ষাপ্রতিষ্ঠানের দুইটি অংশ রয়েছে।
- জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
- কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
গভর্নিং বডি
[সম্পাদনা]২০২৪ সালের ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করার পর বর্তমানে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনগর উপজেলার ইউএনও সুপ্রভাত চাকমা।[৮][৯]
প্রতিষ্ঠান প্রধানগণের তালিকা
[সম্পাদনা]ক্র. | নাম | শিক্ষাগত যোগ্যতা | কার্যকাল |
---|---|---|---|
০১ | রমন বসু | মেট্রিকুলেশন | ০১/০৩/১৯৩১ থেকে ৩০/০৬/১৯৩৩ |
০২ | মৌঃ রেজাওর খান | এফ. এম. | ০১/০৭/১৯৩৩ থেকে ৩১/১২/১৯৫৪ |
০৩ | যোগেশ চন্দ্র দে | আই. এ. | ০১/০১/১৯৫৫ থেকে ৩১/১১/১৯৫৮ |
০৪ | মোঃ আলী রাজা চৌধুরী | আই. এ. | ০১/১২/১৯৫৮ থেকে ২১/১২/১৯৬১ |
০৫ | চপলা রঞ্জন দেব | আই. এ. | ২২/১২/১৯৬১ থেকে ৩১/১২/১৯৬২ |
০৬ | মোঃ আফরোজ খান | বি. এ. | ০১/০১/১৯৬৩ থেকে ৩০/০৬/১৯৬৩ |
০৭ | মোঃ আং বারী | বি. এ., বি. টি. | ০১/০৭/১৯৬৩ থেকে ৩০/০৪/১৯৬৫ |
০৮ | কাজী ফারুকুজ্জামান আহমেদ | বি. এ. | ০১/০৫/১৯৬৫ থেকে ৩১/০৭/১৯৬৬ |
০৯ | মোঃ খুর্শেদ আলম | বি. এ., বি. এড. | ০১/০৮/১৯৬৬ থেকে ৩১/১০/১৯৮৩ |
১০ | মোঃ আং ওয়াহেদ (ভারপ্রাপ্ত) | বি. এ. | ০১/১১/১৯৮৩ থেকে ৩১/০১/১৯৮৪ |
১১ | রতীশ চন্দ্র দে | বিএসসি, বি. এড. | ০১/০২/১৯৮৪ থেকে ২৭/০৭/১৯৯০ |
১২ | সমছুল ইসলাম (ভারপ্রাপ্ত) | বি. এ. | ২৮/০৭/১৯৯০ থেকে ৩১/১০/১৯৯১ |
১৩ | রতীশ চন্দ্র দে | বিএসসি, বি. এড. | ০১/১১/১৯৯১ থেকে ১১/১০/২০০৮ |
১৪ | সৈয়দ শওকতুজ্জামান (ভারপ্রাপ্ত) | এম. এ., বি. এড. | ১২/১০/২০০৮ থেকে ১৬/০৪/২০১০ |
১৫ | গৌরী রাণী সেন (ভারপ্রাপ্ত) | বি. এ., বি. এড. | ১৭/০৪/২০১০ থেকে ০৩/০৭/২০১০ |
১৬ | মোহাম্মদ রহিম খাঁন | বিএসসি, বি. এড., এম. এ., এম. এড. | ০৪/০৭/২০১০ থেকে বর্তমান |
চিত্রশালা
[সম্পাদনা]-
২০২৪ সালের বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ মোহাম্মদ রহিম খাঁন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজনগরের 'শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান' হলেন অধ্যক্ষ মোহাম্মদ রহিম খাঁন"। Sylhetview24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩।
- ↑ sylheterchakrirkhabar; Ahmed, Nahed (২০২২-০৬-৩০)। "চাকরি দিচ্ছে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ"। সিলেটের চাকরির খবর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩০।
- ↑ ক খ "তারাপাশা স্কুল ও কলেজ - রাজনগর উপজেলা - মৌলভীবাজার জেলা"। rajnagar.moulvibazar.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২২।
- ↑ ক খ "মৌলভীবাজার জেলায় এমপিওভুক্ত হলো ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান"। Daily Bangladesh Media (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩।
- ↑ "Information Commision RTI-OTS ??"। rtitracking.infocom.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২২।
- ↑ "Tarapasha High School And College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ Dhakatimes24.com। "মৌলভীবাজারে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ শাখা এমপিওভুক্ত"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩০।
- ↑ "সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের অপসারণ"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, দায়িত্বে ডিসি ও ইউএনও"। www.kalerkantho.com। ২১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।