তরুক্ষীর

তরুক্ষীর বা ল্যাটেক্স (latex) হল উদ্ভিদের বহু রকম বর্জ্য পদার্থের অবদ্রব (emulsion)।
পেঁপে, আকন্দ, কাঠগোলাপ, দুধিলতা বটগাছ প্রভৃতি গাছের কাণ্ড ভাঙলে বা ক্ষত সৃষ্টি করলে দুধের মত সাদা এই তরুক্ষীর বেরিয়ে আসে। তরুক্ষীরের জলীয় দ্রাবকের মধ্যে অনেক রকমের প্রোটিন, উপক্ষার, রজন, আঠা ইত্যাদির অণু দ্রবীভূত এবং অবলম্বিত অবস্থায় থাকে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
উদ্ভিদ থেকে সংগ্রহ করা এই আঠাকে কারখানায় প্রক্রিয়া ও বিশোধনের মাধ্যমে শিল্পতে ব্যবহারযোগ্য রাবারে পরিণত করা হয়