বিষয়শ্রেণী:উপাদান
অবয়ব

উইকিমিডিয়া কমন্সে উপাদান সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই বিষয়শ্রেণীতে বিজ্ঞান সমন্ধীয় উপাদান ও শিল্পের কাজে ব্যবহৃত উপাদানগুলো থাকবে।
বৈজ্ঞানিক দৃষ্টিতে, উপাদান হল অজৈব পদার্থ (মানব সৃষ্ট অথবা প্রাকৃতিক)। এদের শ্রেণীবিভাজনটি করা হবে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ও গুনাগুনের উপর ভিত্তি করে। সেটি হতে পারে পদার্থ, রসায়ন, ভূগৌলিক বা কিছু ক্ষেত্রে জীব বিজ্ঞানের দিক থেকেও।
শিল্পের দিক থেকে, উপাদান হল উৎপাদন বা উৎপন্ন করার কাজে ব্যবহৃত বস্তু সামগ্রী। এগুলো প্রায়শই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে প্রক্রিয়াজাত বস্তুকে আরো উন্নত পদার্থ তৈরীতেও ব্যবহার করা হয়।
উপবিষয়শ্রেণীসমূহ
এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ২১টি উপবিষয়শ্রেণীর মধ্যে ২১টি উপবিষয়শ্রেণী নিচে দেখানো হয়েছে।