ডোয়াইট ম্যাকনিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোয়াইট ম্যাকনিল
২০১৮ সালে বার্নলির হয়ে ম্যাকনিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডোয়াইট জেমস ম্যাথু ম্যাকনিল[১]
জন্ম (1999-11-22) ২২ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৪)[২]
জন্ম স্থান রচডেল, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্নলি
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৫–২০১৪ ম্যানচেস্টার ইউনাইটেড
২০১৪–২০১৮ বার্নলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮– বার্নলি ৯০ (৭)
জাতীয় দল
২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (১)
২০১৯–২০২১ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ১০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৪০, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪০, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ডোয়াইট জেমস ম্যাথু ম্যাকনিল (ইংরেজি উচ্চারণ: /dwaɪ̯t mkni:l/, ইংরেজি: Dwight McNeil; জন্ম: ২২ নভেম্বর ১৯৯৯; ডোয়াইট ম্যাকনিল নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৫–০৬ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ম্যাকনিল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বার্নলির যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, ইংরেজ ক্লাব বার্নলির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।

২০১৯ সালে, ম্যাকনিল ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ডোয়াইট জেমস ম্যাথু ম্যাকনিল ১৯৯৯ সালের ২২শে নভেম্বর তারিখে ইংল্যান্ডের রচডেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবার নাম ম্যাটি ম্যাকনিল, যিনি ফুটবল খেলোয়াড় ছিলেন এবং তার মাতার নাম ট্র্যাসি ম্যাকনিল।[৪] তার বেইলি ও চিয়ারা নামে দুইজন ছোট বোন রয়েছে।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ম্যাকনিল ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২১শে মার্চ তারিখে তিনি পোল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৫] তিনি ২০১৯ সালের ১১ই জুন তারিখে এক প্রীতি ম্যাচে গুয়াতেমালা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Premier League clubs publish retained lists"। Premier League। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯ 
  2. "Dwight McNeil"11v11.com। AFS Enterprises। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  3. "Dwight McNeil: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯ 
  4. "Dream Day For Goalscorer McNeil"Burnley F.C.। ৩১ ডিসেম্বর ২০১৮। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯ 
  5. "England MU21 squad named for UEFA U21 Euro Group Stages un Slovenia"দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]