ডিমখোসা (রঙ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিমখোসা (এগশেল)
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#F0EAD6
sRGBB  (rgb)(240, 234, 214)
CMYKH   (c, m, y, k)(0, 2, 11, 6)
HSV       (h, s, v)(46°, 11%, 94[১]%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক
ডিমের শাঁস

ডিমখোসা হলো একটি রঙ বিশেষ যা মূলত মুরগির ডিমের গড়পড়তা রঙের উপস্থাপনা। ইংরেজিতে এটি এগশেল (eggshell) রঙ নামে পরিচিত।

অভ্যন্তরীণ (ইন্টেরিয়র) নকশায় ফ্যাকাশে, নিরপেক্ষ, ধূসর-সাদা (অফ-হোয়াইট) ঘরানার কোনো রঙ ব্যবহারের প্রয়োজন হলে ডিমখোসা রঙটির ব্যবহার লক্ষ্য করা যায়।

রঞ্জক হিসেবে ব্যবহার[সম্পাদনা]

এগশেল পেইন্ট শব্দটি দিয়ে পুরো দেয়ালে একই রঙ দিয়ে রঞ্জিত করাকেও বুঝানো হয়, তাই এগশেল কেবল ধূসরাভ সাদা নয় অন্য যেকোনো রঙও হতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]