ডিক্লোরিনেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডিক্লোরিনেশন বা ক্লোরিন অপসারণ হচ্ছে ক্লোরিন যুক্ত জৈব যৌগ থেকে রাসায়নিক বিজারণের মাধ্যমে অজৈব ক্লোরিন গ্যাস মুক্ত করার প্রক্রিয়াকে বলে।

রাসায়নিক[সম্পাদনা]

জৈব সংশ্লেষণে ডিক্লোরিনেশন একটি সাধারণ বিক্রিয়া। সাধারণত কেবল স্টয়কিওমেট্রিক পরিমাণে ডিক্লোরিনেটিং এজেন্ট ব্যবহৃত হয়। যেমন: উলম্যান বিক্রিয়ায় তামা-ব্রোঞ্জ সংকর ধাতুর উপস্থিতিতে ২-ক্লোরোনাইট্রোবেনজিন রূপান্তরিত হয়ে ২,২-ডাইনাইট্রোবাইফিনাইল উৎপন্ন করে।[১][২]

উলম্যান বিক্রিয়া।

বিকিরণ[সম্পাদনা]

এটা জানা গেছে যে পলিক্লোরিনেটেড বাইফিনাইল কার্বনেটের গামা ইররেডিয়েশনে এটা বাইফিনাইল এবং অজৈব ক্লোরাইডে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Reynold C. Fuson, E. A. Cleveland (১৯৪০)। "2,2'-Dinitrobiphenyl"। Org. Synth.২০: ৪৫। ডিওআই:10.15227/orgsyn.020.0045 
  2. Fanta, P.E. (১৯৭৪)। "The Ullmann Synthesis of Biaryls"। Synthesis১৯৭৪: ৯–২১। ডিওআই:10.1055/s-1974-23219পিএমআইডি 21016995