ডান্স ইন্ডিয়া ডান্স (ফ্র্যাঞ্চাইজ)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
ডান্স ইন্ডিয়া ডান্স | |
---|---|
স্রষ্টা | ইউটিভি সফটওয়্যার কম্যুনিকেশনস |
মূল কর্ম | ডান্স ইন্ডিয়া ডান্স |
চলচ্চিত্র ও টেলিভিশন | |
টেলিভিশন ধারাবাহিক | |
টেলিভিশন বিশেষ |
ডান্স ইন্ডিয়া ডান্স (অধিকাংশ সময় ডিআইডি বলা হয়; ট্যাগলাইন:ডান্স কা আসলি আইডি ডি.আই.ডি.) একটি নৃত্য প্রতিযোগিতামূলক ভারতীয় রিয়েলিটি টেলিভিশন ফ্র্যাঞ্চাইজ যার সকল ধারাবাহিক জি টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে।
ধারাবাহিকসমূহ
[সম্পাদনা]ধারাবাহিকসমূহের ছক:
ধারাবাহিকের নাম | স্থিতিকাল | মৌসুম সংখ্যা |
বিচারকের সংখ্যাটীকা | বিজয়ীর সংখ্যা | ||
---|---|---|---|---|---|---|
প্রতি মৌসুম |
মোট | প্রতি মৌসুম |
মোট | |||
ডান্স ইন্ডিয়া ডান্স | ২০০৯-১৮ | ৬ | ৩ | ১০ | ১ | ৬ |
ডিআইডি লি'ল মাস্টারস | ২০১০-চলছে | ৪ | ২/৩ | ০৭ | ১ | ৩ |
ডিআইডি ডাবলস | ২০১০-১১ | ১ | ৩ | ০৩ | ২ | ২ |
ডিআইডি সুপার মমস | ২০১৩-১৫ | ২ | ৩ | ০৫ | ১ | ১ |
টীকা:
- ^ এখানে প্রধান বিচারক (গ্র্যান্ড মাস্টার) ব্যতীত বাকি বিচারকের সংখ্যা উল্লেখ করা হয়েছে।
ডান্স ইন্ডিয়া ডান্স
[সম্পাদনা]ডান্স ইন্ডিয়া ডান্স হল ডিআইডি এর প্রধান ধারাবাহিক যা ৩০ জানুয়ারী ২০০৯ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। এ পর্যন্ত এতে ৬ টি মৌসুম আয়োজিত হয়েছে।
ডিআইডি লি'ল মাস্টারস
[সম্পাদনা]ডিআইডি লি'ল মাস্টারস হল শিশুদের নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ৫ টি মৌসুম আয়োজিত হয়েছে।
ডিআইডি ডাবলস
[সম্পাদনা]ডিআইডি ডাবলস হল ডিআইডি আয়োজিত দ্বৈত নৃত্য প্রতিযোগিতা।
ডিআইডি সুপার মমস
[সম্পাদনা]ডিআইডি সুপার মমস হল মা'দের নিয়ে আয়োজিত নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ২ টি মৌসুম আয়োজিত হয়েছে এবং ৩ম মৌসুম বর্তমানে সম্প্রচারিত হচ্ছে।
বিশেষ ধারাবাহিক
[সম্পাদনা]ডিআইডি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার পাশাপাশি কিছু বিশেষ ধারাবাহিকও আয়োজন করেছে। সেগুলো হল,
বিচারক
[সম্পাদনা]ডিআইডি এর সকল ধারাবাহিক ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে ২/৩ জন বিচারক করেন। এখানে মিঠুন চক্রবর্তী প্রধান বিচারকের দ্বায়িত্ব পালন করেন এবং তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়।
বিচারকবৃন্দের তালিকা:
- কোঃ = বিচারক ও কোরিওগ্রাফার (নৃত্য পরিকল্পনাকারী) হিসেবে।
- বিঃ = শুধুমাত্র বিচারক হিসেবে।
নাম | পদ | দল | কার্যকাল | শো সংখ্যা | ধারাবাহিকসমূহ | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সর্বপ্রথম | সর্বশেষ | কোঃ | বিঃ | মোট | প্রধান | লি'ল মাস্টারস |
ডাবলস | সুপার মমস | |||
মিঠুন চক্রবর্তী | প্রধান বিচারক | - | ২০০৯ | ২০১৮ | - | ||||||
গীতা কপূর | বিচারক | গ্যাং | ২০১৫ | ০৪ | ০৩ | ০৭ | |||||
টেরেন্স লুইস | টোলি | ০৩ | ০২ | ০৫ | |||||||
রেমো ডি'সুজা | রঙ্গীলে | ২০১২ | - | ০৩ | |||||||
ফারাহ খান | - | ২০১০ | ২০১৩ | - | ০২ | ০২ | |||||
সন্দিপ সোপারকার | ২০১০ | ০১ | ০১ | ||||||||
মর্জি পেস্টোঞ্জি | মস্তানে | ২০১০ | ২০১৮ | ০২ | ০৩ | ০৫ | |||||
রাজীব সুর্তি | রকারস | ২০১১ | ০১ | - | ০১ | ||||||
মুদাসসার খান | মন্ডলি | ২০১৩ | ২০১৮ | ০৩ | - | ০৩ | |||||
ফিরোজ খান | ফৌজ | ২০১৪ | ০১ | ০১ | |||||||
শ্রুতি মার্চেন্ট | শান্দার | ||||||||||
আহমেদ খান | - | ২০১৪ | ২০১৪ | - | ০১ | ||||||
গোবিন্দ | - | ২০১৫ | ২০১৫ | ||||||||
পুনিত পাঠক | প্যান্থারস | ২০১৫ | ২০১৫ | ০১ | - | ||||||
গেতি সিদ্দিকী | গ্যাংস্টারস | ||||||||||
মিনি প্রধান | মাস্টারব্লাস্টারস | ২০১৭ | ২০১৮ | ||||||||
সিদ্ধার্থ আনন্দ | - | ২০১৮ | বর্তমান | - | ০১ | ||||||
চিত্রাঙ্গদা সিংহ |
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- জি টিভি অফিসিয়াল চ্যানেল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডান্স ইন্ডিয়া ডান্স (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডান্স ইন্ডিয়া ডান্স লি'ল মাস্টারস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডান্স ইন্ডিয়া ডান্স ডাবলস (ইংরেজি)