বিষয়বস্তুতে চলুন

ট্যাকো স্যুপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাকো স্যুপ
চিজ, টরটিলা চিপস ও কাটা অ্যাভাকোডাসহ টাকো স্যুপ
ধরনস্যুপ
উৎপত্তিস্থলযুক্তরাষ্ট্র

টাকো স্যুপ হলো এক ধরনের স্যুপ যা ট্যাকোর অভ্যন্তরে ব্যবহৃত একই জাতীয় উপাদানের সমন্বয়ে গঠিত, যার মধ্যে রয়েছে গরুর নিচের দিককার মাংস, টমেটো, কাটা সবুজ চিলি, পেঁয়াজ, কর্ন, মটরশুটি এবং ট্যাকো সিজনিংয়ের একটি প্যাকেট। নিরামিষাশী সংস্করণগুলোতে মাংস বাদেও অন্যান্য উপাদানের সাথে মটরশুটি থাকে। একবার রান্না হয়ে গেলে, স্যুপটি পনির, টক ক্রিম, কাঁচা পেঁয়াজ, অ্যাভোকাডো বা টরটিলা চিপসের সাথে পরিবেশন করা হয়। [১]

আরো দেখুন[সম্পাদনা]

  • ট্যাকো
  • টরটিলা স্যুপ
  • স্যুপের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How to Make Taco Soup"। Mahalo.com, Inc.। ২০০৭। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১২