টেমপ্লেট আলোচনা:চিকিৎসাবিজ্ঞান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

@Wikitanvir: দৃষ্টি আকর্ষণ করছি। আমি এইমাত্র হালনাগাদ ও অনুবাদ করে দিয়েছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৬, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Zaheen: ‘surgery’-এর বাংলা কয়েক স্থানে ইতোমধ্যেই অস্ত্রোপচার ব্যবহার করা হচ্ছে, এটি কি অস্ত্রোপচার রাখা যায়? গুগল অনুসন্ধানে দেখা যাচ্ছে এটার ব্যবহারও অনেক বেশি। — তানভির০৯:৩০, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
‘চক্ষু শলচিকিৎসা’ না লিখে, ‘চক্ষুর অস্ত্রোপচার’ কি লেখা যায়? এভাবে পড়তে ভালো লাগে। এটা কি কোনা সমস্যা? — তানভির০৯:৩২, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
হৃৎপিণ্ডের অস্ত্রোপচার’ নামে নিবন্ধ আছে যা আপনি ‘হৃৎ অস্ত্রোপচার’ লিখেছেন। প্রথমটি বেশি প্রাঞ্জল। — তানভির০৯:৩৯, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: আমার মতে এটা প্রাঞ্জলতার প্রশ্ন না, অর্থের পার্থক্যের প্রশ্ন। অস্ত্রোপচার ও শল্যচিকিৎসার মধ্যে অর্থের পার্থক্য আছে। অস্ত্রোপচার হল Surgical operation, শল্যচিকিৎসার অন্তর্গত একক একটি ঘটনা, যা একবার ঘটে (ইংরেজি অভিধান অনুযায়ী "An act of surgery")। আর Surgery হল শল্যচিকিৎসা (বৃহত্তর সাধারণ অর্থে; "treatment" অর্থে)। সেজন্য বাংলায় Surgeon হলেন "শল্যচিকিৎসক" বা "শল্যবিদ", কিন্তু "অস্ত্রোপচারবিদ" নন। Surgery বলতে শল্যচিকিৎসা অধ্যয়নের ক্ষেত্রকেও বোঝাতে পারে, সেক্ষেত্রে এটাকে "শল্যবিজ্ঞান" বা "শল্যবিদ্যা" হিসেবে অনুবাদ করতে হবে। যদি উইকির অন্য কোথাও "অস্ত্রোপচার" ব্যবহৃত হয়েও থাকে, তাহলে সেটা Operation অর্থে ব্যবহার হওয়াটা বাঞ্ছনীয়। আমি হৃৎ-অস্ত্রোপচার লিখলে হয়ত সেই দৃষ্টিকোণ থেকে লিখেছি, তবে তাড়াহুড়াতে বা অন্যের নিবন্ধ দ্রুত ঠিক করতে গিয়ে ছোটখাটো ভুল হয়ে থাকতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:৫৪, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
এটা ঠিক যে, খোদ ইংরেজিতেই Surgery এবং Operation-কে অনেক সময় গুলিয়ে ফেলা হয়। কিন্তু সেটা সম্ভবত শব্দ বাঁচাতে গিয়ে। Surgical operation on the heart বলার চেয়ে Heart surgery বলতে কথা কম খরচ হয়, কিন্তু এটাতে অর্থের পার্থক্যটা গুলিয়ে যায়। সেটা ইংরেজির সমস্যা। সেই সমস্যা থেকেই বাংলাতেও সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা বাংলা উইকিতে দুটাকে আলাদা কনসেপ্ট হিসেবে দেখলে বেশী ভাল হয়। সৌভাগ্যবশত আমাদের দুটো কনসেপ্টের জন্য আলাদা আলাদা দুটো পরিভাষা আছে।--অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৩, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
"হৃৎপিণ্ডের অস্ত্রোপচার" শুনতে ভাল লাগলেও সেটা একক একটা ঘটনা (যদিও সংবাদমাধ্যমে একক ঘটনাগুলির উপরেই প্রতিবেদন করা হয়, তাই সেটা আমরা বেশি পড়ি); বৃহত্তর চিকিৎসাপদ্ধতিটার নাম "হৃৎ-শল্যচিকিৎসা" রাখলেই যথাযথ হবে। তবে পুনর্নির্দেশ করে এবং "হৃৎ-শল্যচিকিৎসা" নিবন্ধের ভেতরে "হৃৎপিণ্ডের অস্ত্রোপচার" কথাটা ব্যাখ্যা করে রেখে দিলে দুই দিকই রক্ষা পাবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:২২, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]