বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/২৯ জুন ২০২৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২৮ দিন আগে "সম্পাদনা পুনর্বহাল" অনুচ্ছেদে

সম্পাদনা পুনর্বহাল

[সম্পাদনা]

@ব্যবহারকারী:আফতাবুজ্জামান, আমি আপনার সম্পাদনা পুনর্বহাল করেছি, ভুলবশত লগইন করা না থাকায় সেটি আইপি থেকে হয়েছে। প্রধান পাতায় ছবি যুক্তকরণের নিয়ম সম্পর্কে জানতে এই পাতাটি মনোযোগ দিয়ে পড়ুন। এই পাতার তথ্য এবং একই পাতায় সংযোগকৃত আলোচনাগুলো মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন যে, বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় ছবি যুক্ত করবার একমাত্র মানদণ্ড উইকিমিডিয়া কমন্সের ফিচার্ড পিকচার, কোয়ালিটি ইমেজ বা ভ্যালুড ইমেজ। এই ছবিটি নির্দ্বিধায় সেই প্রক্রিয়া পার হয়ে কোয়ালিটি ইমেজ হয়েছে, সেই যাচাই প্রক্রিয়াটি জানতে এই পাতার একেবারে শেষে দেখুন। কাজেই বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী এই ছবিটি বাংলা উইকিপিডিয়ার প্রথম পাতায় স্থান পাবার সমস্ত গুণ ধারণ করে। ছবির গুনগত মান নিয়ে যদি আপনার মন্তব্য থাকে, তাহলে এই পাতায় গিয়েই সরাসরি আপনার মন্তব্য যুক্ত করুন। অথবা যে যুক্তিতে "সুন্দর ছবি নয়" বলছেন, সেই যুক্তিকে সম্প্রদায় এর মতৈক্যের ভিত্তিতে প্রধান পাতায় ছবি যুক্তকরণের নীতিমালায় অন্তর্ভুক্ত করে নিন, ধন্যবাদ। Tanvir Rahat (আলাপ) ২০:১৮, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir Rahat, আমি পড়েছি। আমার জানামতে ঐটি টিউটোলিয়াল পাতা, কোন অবশ্যই পালনীয় নীতিমালা নয়; ওখানে যেতে পারে বা যাবে বলা হয়েছে। কমন্সে ছবিটি "কোয়ালিটি ইমেজ" হয়েছে বলে সেটি বাংলা উইকির প্রধান পাতায় আবশ্যকভাবে দিতে হবে এমন কথাও নেই, এছাড়া কমন্সে যিনি এটিকে "কোয়ালিটি ইমেজ" বলেছেন তার সাথেও আমার ইংরেজিতে আলোচনায় জড়িত হবার ইচ্ছে নেই, আমি ইংরেজি ভালো বুঝি না।
আমি ৬-৭ বছর ধরে (আরও বেশি হবে) এখন পর্যন্ত প্রধান পাতার "আজকের নির্বাচিত ছবি" নিয়ে কাজ করছি, এই বিভাগ নিয়মিত দেখভাল করে আসছি ও করছি। দয়া করে আমার নিয়মিত দেখভালের কাজে ব্যাঘাত করবেন না। আমার দৃষ্টিতে ছবিটি সুন্দর নয়, এই কারণে আমি ছবিটি সরিয়ে অন্য একটি নির্বাচিত ছবি যোগ করেছি। আপনি পূর্বেও একবার ছবি নিয়ে আমার সাথে সম্পাদনা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন। কিন্তু দুঃখের সাথে আপনাকে এরপর বাংলা উইকির অন্য কাজে যেমন নিবন্ধের মানোন্নয়নে দেখতে পাই নি। আমার আশা থাকবে, আপনি ছবি নিয়ে আমার সাথে সম্পাদনা দ্বন্দ্বে লিপ্ত না হয়ে বাংলা উইকির নিবন্ধের মানোন্নয়নে নিয়মিত কাজ করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৭, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান মহাশয়, আপনি বলেছেন, ছবিটি সুন্দর নয়। এটা বলার আপনি কেউ নন। ছবিটি যথেষ্ট সুন্দর। বাংলা উইকিপিডিয়ায় প্রথম পৃষ্ঠায় রাখার উপযোগী। সমস্ত নিয়ম মেনেই এইটি রাখা যায়। আপনি প্রশাসক হয়ে গায়ের জোরে নীতিমালার ব্যত্যয় করতে পারেন না। ধন্যবাদ। Ifteebd10 (আলাপ) ২১:০৩, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ifteebd10, এটিকে আপনি কোন "নীতিমালা"-য় দেখেছেন? উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল পাতার শুরুতে নীতিমালা ট্যাগ লাগানো রয়েছে কী? "আপনি বলেছেন, ছবিটি সুন্দর নয়। এটা বলার আপনি কেউ নন"? আফতাবুজ্জামান (আলাপ) ২১:১২, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আফতাব মহাশয়, নীতিমালা হোক, টিউটোরিয়াল হোক, যেইটা আছে, তার অনুসরণে ছবি যোগে সমস্যার কিছু দেখি না। আপনার ব্যক্তিগত জাজমেন্টকে একপাশে সরিয়ে রেখে বলি, কমন্সে ছবিকে কিউআই হতে পিয়ার রিভিউয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি ইংরেজি না বুঝলেও, একটা ছবিকে সরাসরি "সুন্দর নয়" না বলে, গুগল ট্রান্সলেট দিয়ে প্রক্রিয়াগুলো দেখতে পারতেন। এতটুকু সৌজন্যবোধ বাংলা উইকির প্রশাসকের মধ্যে নাই দেখে কষ্ট লাগে। যাই হোক, আপনার সাথে সম্পাদনা যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা হয় না। নীতিমালার কথা বললে আপনিও এখন ৩ বারের বেশি রিভার্ট করতে পারবেন না। ছবি নিয়ে আপনার আপত্তি থাকলে আপনিও আগে আলোচনা করে নিতে পারতেন। সম্পাদনা যুদ্ধ ছাড়া আপনার মধ্যে এই সদিচ্ছাটুকু দেখতে পেলাম না। Ifteebd10 (আলাপ) ২২:১৪, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ifteebd10, মহাশয়, আপনি বলেছেন, ছবিটি সুন্দর নয়। এটা বলার আপনি কেউ নন। এই বাক্য দ্বারা আপনি কী বুঝাতে চেয়ছেন? কেননা আমি আমার উইকির শুরু থেকে এখন পর্যন্ত প্রধান পাতার "আজকের নির্বাচিত ছবি" নিয়ে নিয়মিত কাজ করে আসছি, এই বিভাগ নিয়মিত নজর ও দেখভাল করে আসছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে এই জাতীয় কটু কথা বলেনি। আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৮, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ব্যবহারকারী:আফতাবুজ্জামান, @ব্যবহারকারী:Yahya, @ব্যবহারকারী:MdsShakil, @ব্যবহারকারী:Wikitanvir, @ব্যবহারকারী:RiazACU
আমি টিউটোরিয়াল মেনেই বাংলা উইকিপিডিয়ার প্রথম পাতার জন্য ছবি নির্বাচন করেছি। শুধুমাত্র গায়ের জোর খাটিয়ে, কেউ কেন সেটা সরিয়ে দেবে? এই টিউটোরিয়াল এর যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে এটা রাখা হয়েছে কেন? আমার তোলা ছবি কমন্সে একজন পেশাদার ফটোগ্রাফারের ভোটে কোয়ালিটি ইমেজের স্বীকৃতি পেয়েছে। সেখানে এই প্রক্রিয়া সম্পর্কে জানতেই অনিচ্ছুক, গঠনমূলক পেশাদার সমালোচনা ছাড়া, ফটো ক্রিটিকের অভিজ্ঞতা ছাড়া, "আমার মতে সুন্দর নয়" কীভাবে বলেন? একজন প্রশাসকের "আমার মত" বাংলা উইকিপিডিয়ায় এতই মাহাত্ম্যপূর্ণ হয়ে দাঁড়াবে কেন যে একদিন একজনের ছবি বাধা পাবে না, আরেকজনের ছবি আটকে দেওয়া হবে? এইখানে আমাকে স্পষ্ট ভাষায় কটূক্তি করে অপমান করা হচ্ছে। আমি বাংলা উইকিপিডিয়ার যেখানে আগ্রহ পাই সেখানে কাজ করবো, তাতে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? পেজ এখন সুরক্ষিত হয়ে গেছে। তাই মাননীয় প্রশাসকদের কাছ থেকে শ্রদ্ধা ও ধন্যবাদসহ আমার এই প্রশ্নগুলোর জবাব চাইছি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক আমাকে জেনেবুঝে ইচ্ছা করে অপমান করেছেন। Tanvir Rahat (আলাপ) ০৫:০৮, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir Rahat: আমি আমার প্রশাসক অধিকাররের সাথে যুক্ত কোনও অধিকার এখানে প্রয়োগ করিনি। করলে আপনি আমার নামে মিথ্যাচার, আমার সাথে সম্পাদনা যুদ্ধ বা এখানে আলোচনা করতে পারতেন না, ফলে আমি জোর খাটাচ্ছি এটা বলা আপনার মানাচ্ছে না।
আপনি নিশ্চয়ই আপনার পছন্দের জায়গায় কাজ করতে পারেন। তবে প্রধান পাতা অন্য যেকোনও ধরনের পাতা নয়, ফলে এখানে ছবি যোগ করলে সেটা নিয়ে পর্যালোচনা হয় ও হবে। আমি নিয়মিত করি। আমি ইতিমধ্যেই বলেছি আমি আমার উইকির শুরু থেকে এই বিভাগ দেখভাল করছি, যার মধ্যে পর্যালোচনা রয়েছে। আমি আগন্তুক নই। আমি কখনো আপনাকে নিয়ে মন্তব্য করিনি, বরং আমি বিষয়বস্তু নিয়ে মন্তব্য করেছি। আপনার কথা এই রকম যে কেউ যান্ত্রিক অনুবাদ করল তবে কেউ তাকে তার অনুবাদ নিয়ে কিছু বলতে পারবে না। বরং সেখানে এই প্রক্রিয়া সম্পর্কে জানতেই অনিচ্ছুক, গঠনমূলক পেশাদার সমালোচনা ছাড়া, ফটো ক্রিটিকের অভিজ্ঞতা ছাড়া, "আমার মতে সুন্দর নয়" কীভাবে বলেন? বাক্য দ্বারা আপনি আমাকে অপমান করলেন। আপনাকে কে বলেছে আমার অভিজ্ঞতা নেই?
আপনার যদি আপনার তোলা অন্য ভালো ছবি থাকে তবে নিচে প্রস্তাব করুন, আমি পর্যালোচনা করে দেখব ও পাতায় যোগ করব। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১০:৪১, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন