টেমপ্লেট আলোচনা:অধিযুগের রৈখিক সময়ক্রম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ব্যা করণ কর্তৃক ৯ বছর পূর্বে "লক্ষ-কোটি আর মিলিয়ন-বিলিয়ন" অনুচ্ছেদে

লক্ষ-কোটি আর মিলিয়ন-বিলিয়ন[সম্পাদনা]

আফতাবদা, সময়ের এককটা হেডিংএ কোটি করা হয়েছে কিন্তু মূল স্কেলটাতে এখনও মিলিয়নেই রয়ে গেছে। আমি যে নির্দেশনামা অনুযায়ী আগের সংস্করণটা করেছিলাম সেখানে scale increment বলে একটা অপশন ছিল, যেখান থেকে মূল স্কেলেও কোটির হিসেব দেওয়া গিয়েছিল। বর্তমান সংস্করণে ঐ অপশন দেখতে পাচ্ছি না। ওটা কি ঠিক করা যাবে?

  • আর সংখ্যাগুলোকে কি বাংলা করার রাস্তা আছে কিছু?
  • আমায় যদি মূল পাতাগুলোর (যেসব ইংরেজি টেমপ্লেট অনুবাদ ইত্যাদি করতে হবে) লিংক দিয়ে দেন তাহলে আমিই খেলাঘরে গিয়ে টুকিটাকি শিখে নেওয়ার চেষ্টা করতে পারি। যদি বার বার আবদার বিরক্তিকর লাগে আপনার...--ব্যা করণ (আলাপ) ০৫:১৫, ১৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
স্কেলের সংখ্যা যাতে বাংলায় আসে আমি সেই চেষ্টাই করতেছি। তবে এখানে স্কেল মিলিয়ন থেকে কোটিতে আনতে পারবো না। টেমপ্লেট:Graphical timeline দেখেন অনেক জটিল, এর সাথে আরো অনেক টেমপ্লেট জড়িত যেখানে সব মিলিয়ন স্কেলে হিসাব করা। এই সব টেমপ্লেট সমন্বয় করে কোটিতে আনা অনেক কঠিন। হেডিংয়ের কোডগুলি অনেক সহজ ছিল, তাই পেরেছি। চাইলে এই টেমপ্লেটেও |scale-increment= যোগ করা যাবে। আপনার ব্যবহারকারী:ব্যা করণ/খেলাঘর graphical timeline দেখেছি। এই টেমপ্লেটের সাথে আপনার টেমপ্লেট মিলিয়ে দেখলাম। আপনি তো মনে হয় টেমপ্লেটটি বানাতে কয়েক ঘণ্টা ব্যয় করেছেন। তারপরেও অনেকগুলি ভুল হয়েছে। শুধু সংখ্যা কোটি আনার জন্য কষ্ট করে টেমপ্লেট বানানো বাদ দিন। টেমপ্লেট বানাতে সময় ব্যয় করলে আপনি নিবন্ধ লেখারই সময় পাবেন না । টেমপ্লেট ঠিক করতে আমার বিরক্তি লাগে না। যখন প্রয়োজন তখনই আমাকে বার্তা দিতে পারেন। --Aftab1995 (আলাপ) ১৩:৩৪, ১৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে, :) আপাতত ডাইনোসরের সংযোগকারী পাতা হিসেবে ক্যাম্ব্রিয়ান থেকে হলোসিন পর্যন্ত যুগগুলো লাগবে। একটু দেখুন টেমপ্লেট:ভূতাত্ত্বিক যুগ-এটাকে কতটা ঠিক করা যায়। আমি ততক্ষণ অন্যান্য সংযোগকারী পাতাগুলো তৈরি করছি।--ব্যা করণ (আলাপ) ০১:৩৩, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন