টংলা রেলওয়ে স্টেশন
অবয়ব
টংলা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | টাংলা, পিন – ৭৮৪৫২১, ওদালগুড়ি জেলা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°৩৯′২৬″ উত্তর ৯১°৫৪′৪৫″ পূর্ব / ২৬.৬৫৭০৮৬° উত্তর ৯১.৯১২৪৭৯° পূর্ব |
উচ্চতা | ৮৪ মিটার (২৭৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
প্ল্যাটফর্ম | ৩ |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | TNL |
অবস্থান | |
টাংলা রেলওয়ে স্টেশন ভারতের আসামের উদালগুড়ি জেলার টাংলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটা প্রায় ৯০ কিমি (৫৬ মা) রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে এই স্টেশনে কামাখ্যা, নিউ জলপাইগুড়ি, দেকারগাঁও, রাঙ্গিয়া এবং নাহারলাগুনের জন্য প্রতিদিনের ট্রেন রয়েছে।