ঝিঁঝক রেলওয়ে স্টেশন
অবয়ব
ঝিঁঝক রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | ঝিঁঝক, কানপুর দেহাত জেলা, উত্তরপ্রদেশ ভারত |
স্থানাঙ্ক | ২৬°৩৩′১৮″ উত্তর ৭৯°৪৪′০৫″ পূর্ব / ২৬.৫৫৪৯° উত্তর ৭৯.৭৩৪৭° পূর্ব |
পরিচালিত | ভারতীয় রেল |
লাইন | উত্তর মধ্য রেলওয়ে |
অবস্থান | |
ঝিঁঝক রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার ঝিঁঝকে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি উত্তর কেন্দ্রীয় রেলওয়ে লাইনে অবস্থিত। পূর্ব দিকে কাছের স্টেশনটি হচ্ছে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত রুরা এবং ৬৩ কিলোমিটার দূরের কানপুর। পশ্চিমে কাছের স্টেশনটি হচ্ছে ফাফুন্দ এবং ইটাওয়া।
চিত্রশালা
[সম্পাদনা]-
স্টেশনের প্লাটফরম
-
স্টেশনের প্লাটফরমবোর্ড
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ঝিঁঝক রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।