জ্যোতি হেগড়ে
জ্যোতি হেগড়ে Jyoti Hegde | |
---|---|
জন্ম | |
নাগরিকত্ব | ![]() |
পেশা | সুরকার, |
পরিচিতির কারণ | ভারতীয় শাস্ত্রীয় সংগীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত |
সন্তান | Musical career |
ওয়েবসাইট | http://www.jyotihegde.com |
জ্যোতি হেগড়ে ধ্রুপদী ঘরানার একজন রুদ্রবীণা ও সেতার শিল্পী। তিনি ১২ বছর বয়স থেকে সংগীত চর্চা করেছেন এবং ধরওয়াদের কর্ণটাক বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর অর্জন করেছেন। তিনিই হলেন বিশ্বের রুদ্রবীণার প্রথম মহিলা বাদ্যকর। তিনি আকাশবাণী-এর রুদ্রবীণা ও সেতার গ্রেড-এ শিল্পী এবং নিয়মিত কনসার্টের জন্য অংশগ্রহণ করেছেন।
পেশা[সম্পাদনা]
তাঁর রেকর্ডিং আছে Rare Instruments - Rudra Veena (ASA Music, 2012)।[১]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
তিনি জি.এস হেগড়ে সাথে বিবাহিত এবং একটি পুত্রসন্তান রয়েছে।
পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]
জ্যোতি হেগড়ে পুরস্কার পেয়েছেন- নাদ নিধি পুরস্কার (Naada Nidhi award), কলা চেতনা ও ধ্রুপদমণি।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Rare Instruments - Rudra Veena"। ২০১৪-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০১।
- ↑ "Jyoti Hegde Profile" (পিডিএফ)। ২০১৪-০৬-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০১।