জ্যাক ক্রুসচেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক ক্রুসচেন
Jack Kruschen
১৯৭৭ সালে ক্রুসচেন
জন্ম
জ্যাকব ক্রুসচেন

(১৯২২-০৩-২০)২০ মার্চ ১৯২২
মৃত্যু২ এপ্রিল ২০০২(2002-04-02) (বয়স ৮০)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৯-১৯৯৭
দাম্পত্য সঙ্গীমার্জোরি উলম্যান
(বি. ১৯৪৭; বিচ্ছেদ. ১৯৬১)

ভায়োলেট রাফায়েলা মুরিং
(বি. ১৯৬২; মৃ. ১৯৭৮)

ম্যারি পেন্ডার
(বি. ১৯৭৯; মৃ. ২০০২)
সন্তান

জ্যাকব "জ্যাক" ক্রুসচেন (ইংরেজি: Jacob "Jack" Kruschen; ২০ মার্চ ১৯২২ - ২ এপ্রিল ২০০২) ছিলেন একজন কানাডীয় অভিনেতা। তিনি মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও বেতারে কাজ করেছেন। ক্রুসচেন দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) চলচ্চিত্রে ডক্টর ড্রাইফাস চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] ব্রডওয়ে মঞ্চে তিনি আই ক্যান গেট ইট ফর হোলসেল নাটকে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জ্যাকব ক্রুসচেন ১৯২২ সালের ২০শে মার্চ কানাডার ম্যানিটোবার উইনিপেগে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা মোজেস ক্রুসচেন এবং মাতা সোফি বগুশেভ্‌স্কি দুজনেই রুশ বংশোদ্ভূত। তারা ১৯২০-এর দশকের শুরুর দিকে অভিবাসিত হয়ে নিউ ইয়র্ক সিটিতে এবং পরে ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। তার বোন মিরিয়াম ১৯২৭ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করে।

কর্মজীবন[সম্পাদনা]

ক্রুসচেন জর্জ পালের বিজ্ঞান কল্পকাহিনিমূলক দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস (১৯৫৩)-এ সালভাতোর চরিত্রে অভিনয় করেন, এবং লাক্স রেডিও থিয়েটারের বেতার নাটকে একই চরিত্রে কাজ করেন। এছাড়া তিনি সেসিল বি. ডামিলের সর্বশেষ চলচ্চিত্র দ্য বুকানির (১৯৫৮) ছবিতে অভিনয় করেন। তিনি বিলি ওয়াইল্ডারের দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) চলচ্চিত্রে ডক্টর ড্রাইফাস চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jack Kruschen, 80, a Stalwart Of Radio, TV and the Movies"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৩ মে ২০০২। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯ 
  2. লেনৎজ, তৃতীয় হ্যারিস এম. (২০০৩)। Obituaries in the Performing Arts, 2002: Film, Television, Radio, Theatre, Dance, Music, Cartoons and Pop Culture। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ১৬৭। আইএসবিএন 9780786414642 
  3. ওয়ারেন, বিল (২০০৯)। Keep Watching the Skies!: American Science Fiction Movies of the Fifties, The 21st Century Edition। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ৪৮। আইএসবিএন 9780786442300। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]