জোবাইদা খাতুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জোবাইদা হাতুন থেকে পুনর্নির্দেশিত)
জুবায়দা খাতুন
মৃত্যু১০৯৯
রে, ইরান, সেলজুক সাম্রাজ্য
দাম্পত্য সঙ্গীপ্রথম মালিক শাহ
বংশধরবার্কিয়ারুক
রাজবংশসেলজুক
পিতাইয়াকুতি
ধর্মইসলাম

জুবায়দা হাতুন (মৃত্যু ১০৯৯, রে) ছিলেন প্রথম মালিক শাহের চাচাতো বোন ও স্ত্রী এবং বার্কিয়ারুকের মা।

জীবনী[সম্পাদনা]

জুবায়দা খাতুন চাঘরি বেগের পুত্র আমির ইয়াকুতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তার চাচাতো ভাই মালিক-শাহ প্রথমকে বিয়ে করেন। ১০৮১ সালে তাদের সন্তান বার্কিয়ারুকের জন্ম হয়।[১] বার্কিয়ারুক সেলজুকের সুলতান হওয়ার পর, জুবায়দার দেবর মালিক শাহের ভাই তুতুশ বিদ্রোহ শুরু করেন। বার্কিয়ারুক বিদ্রোহ দমন করেন এবং তার চাচাকে হত্যা করেন, পরে তিনি তার মাকে তার সাথে আনতে চেয়েছিলেন, যদিও তার উজির মুয়াইয়িদ আল-মুলক এর বিরোধিতা করেন। এর ফলস্বরূপ, মুয়াইয়িদ আল-মুলককে বরখাস্ত করা হয় এবং তার ভাই ফখর আল-মুলককে উজির হিসাবে নিযুক্ত করা হয়।[২] পরে বার্কিয়ারুকের ভাই মুহাম্মাদ তাপার বিদ্রোহ করেন এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। মুহাম্মাদ তাপার, মুয়াইয়িদ আল-মুলককে পুনরায় উজির নিযুক্ত করেন, যিনি জুবায়দা খাতুনকে বন্দী করে হত্যা করেছিলেন।[২]

জনপ্রিয় সংস্কৃতিতে উপস্থাপন[সম্পাদনা]

তুর্কি কর্তৃক নির্মিত ঐতিহাসিক ধারাবাহিক দ্যা গ্রেট সেলজুকে সেজিন আকবাসোগুল্লারি জুবায়দা খাতুনের ভূমিকায় অভিনয় করেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. İslâm Ansiklopedisi, খণ্ড: ২৪, পৃষ্ঠা: ৯৩
  2. İslâm Ansiklopedisi, খণ্ড: ২৪, পৃষ্ঠা: ৯৩
  3. "Uyanış Büyük Selçuklu Zübeyde Hatun kimdir?"Haber Türk (তুর্কি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১ 
  4. "Uyanış Büyük Selçuklu Baş hatun olan Zübeyde Hatun kimdir? - Yeni Akit"ইয়েনি আকিত (তুর্কি ভাষায়)। ২০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১