জীবন নদীর দুটি পাড়
জীবন নদীর দুটি পাড় | |
---|---|
![]() | |
পরিচালক | মুন্না আহমেদ |
প্রযোজক | সবিতা বড়া (জে আর পি ফিল্মস) |
শ্রেষ্ঠাংশে | যতীন বড়া প্রস্তুতি পরাশর |
সুরকার | জুবিন গার্গ |
মুক্তি | ২০০২ |
দেশ | ![]() |
ভাষা | অসমীয়া |
জীবন নদীর দুটি পাড় ২০০২ সালে মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্র। জে আর পি ফিল্মস পরিবেশিত সবিতা বড়াই প্রযোজিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুন্না আহমেদ।[১] সংগীত পরিচালনা করেছেন জুবিন গার্গ এবং দিগন্ত ভারতী।[২] মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যতীন বড়া এবং প্রস্তুতি পরাশর।
অভিনয়ে[সম্পাদনা]
- যতীন বড়া
- প্রস্তুতি পরাশর
- পূরবী শর্মা
- নিপন গোস্বামী
- পল ফুকন (প্রথম চলচ্চিত্র)[৩]
- অনন্যা পাচনি (প্রথম চলচ্চিত্র)[৩]
- রেবা ফুকন
- দীনেশ দাস
- টিনা মাসুদ (প্রথম চলচ্চিত্র)[৩]
সংগীত[সম্পাদনা]
জীবন নদীর দুটি পাড় | |
---|---|
জুবিন গার্গ, দিগন্ত ভারতী কর্তৃক চলচ্চিত্র সংগীত | |
মুক্তির তারিখ | ২০০২ |
ঘরানা | বোলছবি সংগীত |
ভাষা | অসমীয়া |
সঙ্গীত প্রকাশনী | জে আর পি ফিল্মস |
পরিচালক | জুবিন গার্গ, দিগন্ত ভারতী |
প্রযোজক | সবিতা বড়া |
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন জুবিন গার্গ এবং দিগন্ত কলিতাই। গানের কথাগুলোও জুবিন গার্গ এবং দিগন্ত লিখেছেন। সংগীতসমূহে কণ্ঠদান করেছেন জুবিন গার্গ, মহালক্ষ্মী আয়ার, জংকী বরঠাকুর, প্রেম, অর্ণব, পাপরি আরু কাশ্মীরিয়ে। জুবিনর শব্দ এলবাম কঁকাল খামুচীয়া শীর্ষক গীতটি বোলছবি স্টুডিওতে সন্নিবিষ্ট করা হয়। এই ঘর আমার, বিভাবরী আমারে মিলনর এবং কিয়নো জ্বলি আছা এই তিনিটি গীতর সংগীত দিগন্ত কলিতা এবং সংগীত জুবিন গার্গ।[২]
গীতর তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
১. | "এই ঘর আমার" | দিগন্ত কলিতা | প্রেম, জংকী বরঠাকুর, অর্ণব | |
২. | "কঁকাল খামুচীয়া" | জুবিন গার্গ | জুবিন গার্গ, মহালক্ষ্মী আয়ার | |
৩. | "প্রীতিরে জরী" | জুবিন গার্গ | পাপরি | |
৪. | "জীবন নদীর দুটি পার" | জুবিন গার্গ | জুবিন গার্গ | |
৫. | "বিভাবরী আমারে মিলনর" | দিগন্ত কলিতা | জুবিন গার্গ, কাশ্মীরি | |
৬. | "উমি উমি" | জুবিন গার্গ | জুবিন গার্গ, মহালক্ষ্মী আয়ার | |
৭. | "কিয়নো জ্বলি আছা" | দিগন্ত কলিতা | জুবিন গার্গ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Released Assamese Films"। enajori.com। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫।
- ↑ ক খ "Jibon Nodeer Duti Paar"। Music India Online। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫।
- ↑ ক খ গ "Filmstars' First assamese Films"। assamentertain.com। ১৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫।