জিরাণীয়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিরানিয়া রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল
অবস্থানবানকিমনগর, জিরানিয়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা জেলা, ত্রিপুরা
ভারত
স্থানাঙ্ক২৩°৪৯′৪০″ উত্তর ৯১°২৫′৪৩″ পূর্ব / ২৩.৮২৭৯০২১° উত্তর ৯১.৪২৮৭২৫৭° পূর্ব / 23.8279021; 91.4287257
উচ্চতা৩৯ মি (১২৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
লাইনলামডিং রেলওয়ে বিভাগ
প্ল্যাটফর্ম
রেলপথ[১]
সংযোগসমূহঅটো রিক্সা
নির্মাণ
গঠনের ধরনভূমিগত (আদর্শ)
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাচালু
স্টেশন কোডJRNA
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ লামডিং রেলওয়ে বিভাগ
ইতিহাস
চালু২০০৮; ১৬ বছর আগে (2008)
পুনর্নির্মিত২০১৬; ৮ বছর আগে (2016)
বৈদ্যুতীকরণনাই
অবস্থান
জিরানিয়া ত্রিপুরা-এ অবস্থিত
জিরানিয়া
জিরানিয়া
ত্রিপুরায় অবস্থান

জিরানিয়া রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটারগেজ লাইন দিয়ে চালু হয় কিন্তু পরে ২০১৬ সালে পুরো বিভাগটি ব্রড-গেজ লাইনে রূপান্তরিত হয়। সারাদিনে ৮টি ট্রেন এখানে থামে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

জিরানিয়া রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটারগেজ লাইন দিয়ে চালু হয়েছিল কিন্তু পরে ২০১৬ সালে পুরো বিভাগটি ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়।[৩]

বিস্তারিত[সম্পাদনা]

স্টেশনটি ৩১২ কিমি-দীর্ঘ ১,৬৭৬ মিমি (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড-গেজ লুমডিং-সাব্রুম রেললাইনের উপর অবস্থিত যা ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে আছে। এটি বিদ্যুতায়ন ছাড়াই একটি একক লাইন।

সেবা[সম্পাদনা]

আগরতলা এবং ধর্মনগরের মধ্যে প্রতিদিন ২টি ট্রেন চলাচল করে। জিরানিয়া স্টেশনে ট্রেন থামে। আগরতলা এবং শিলচরের মধ্যে প্রতিদিন ১টি ট্রেন চলাচল করে। জিরানিয়া স্টেশনে ট্রেন থামে।

আরো দেখুন[সম্পাদনা]

বাংলাদেশের রেলওয়ে স্টেশনের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Departures from JGNR/Jogendranagar"India Rail Info। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  2. "Archived copy"। ২০১৯-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  3. সাহা, উত্তম। "শিলচর থেকে আগরতলা, মহড়া ট্রেনেই উল্লাসের ঢেউ"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৬