জিঙ্করা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিঙ্করা ভারতের গুজরাত রাজ্যের একটি রাজপুত বংশ। এরা ঝিকরা নামেও পরিচিত।[১]

উৎপত্তি[সম্পাদনা]

জিঙ্কারা বা ঝিকরারা হলো ছোট খাটো জমির মালিক রাজপুত। তারা এমনকি তাদের ক্ষেতে কাজ করে কিন্তু তারা স্ব মহিলা-লোকদের কাজ করতে দেয় না। জিকারা বিধবা পুনর্বিবাহের অনুমতি দেয় না। জিঙ্কারা একসময় রাজপুত প্রধানদের সেনাবাহিনীতে যুদ্ধবাজ হিসাবে কাজ করত বলে জানা যায়। তাদের আস্থার কারণে তারা তাদের নাম অর্জন করে। তারা সম্মান হিসাবে তাদের নামের পিছনে "জি" ব্যবহার করত। গুজরাটি ভাষায় "জি" শব্দের অর্থ "হ্যাঁ"।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Rajputs of Saurashtra by Virbhadra Singhji Sangam Books