জামালউদ্দীন আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামালউদ্দীন আহমদ
তৃতীয় উপাচার্য
ফেনী বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ অক্টোবর ২০২২
পূর্বসূরীসাইফুদ্দিন শাহ্
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৫ (বয়স ৬৮–৬৯)
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জামালউদ্দীন আহমদ একজন বাংলাদেশী রসায়নবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য।[১]

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

জামালউদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে থেকে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্য থেকে চার্টার্ড কেমিস্ট হিসেবে এমফিল এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিশ্লেষণীয় ও পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

জামালউদ্দীন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ১৯৮১ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং ২০২০ সালে অধ্যাপক হিসেবে অবসর লাভ করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি চবির রসায়ন বিভাগের সভাপতি এবং ইন-অর্গানিক কেমিস্ট্রির শাখা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ২০২২ সালের ১৪ অক্টোবর ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[৩]

প্রকাশনা[সম্পাদনা]

তার গবেষণা ও প্রকাশনার সংখ্যা ২৪০টির বেশি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফেনী ইউনিভার্সিটির ‍তৃতীয় উপাচার্য জামালউদ্দীন আহমদ"বাংলাদেশ প্রতিদিন। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  2. "ফেনী ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ"যায়যায়দিন। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  3. "ফেনী ইউনিভার্সিটিতে নতুন ভিসি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  4. "ফেনী ইউনিভার্সিটির উপাচার্য হলেন চবি অধ্যাপক ড. জামালউদ্দীন"দ্য ডেইলি ক্যাম্পাস। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২