জামালউদ্দীন আহমদ
জামালউদ্দীন আহমদ | |
---|---|
তৃতীয় উপাচার্য | |
ফেনী বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৪ অক্টোবর ২০২২ | |
পূর্বসূরী | সাইফুদ্দিন শাহ্ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৫ (বয়স ৬৮–৬৯) ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জামালউদ্দীন আহমদ একজন বাংলাদেশী রসায়নবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]জামালউদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে থেকে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্য থেকে চার্টার্ড কেমিস্ট হিসেবে এমফিল এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিশ্লেষণীয় ও পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]জামালউদ্দীন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ১৯৮১ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং ২০২০ সালে অধ্যাপক হিসেবে অবসর লাভ করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি চবির রসায়ন বিভাগের সভাপতি এবং ইন-অর্গানিক কেমিস্ট্রির শাখা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ২০২২ সালের ১৪ অক্টোবর ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[৩]
প্রকাশনা
[সম্পাদনা]তার গবেষণা ও প্রকাশনার সংখ্যা ২৪০টির বেশি।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফেনী ইউনিভার্সিটির তৃতীয় উপাচার্য জামালউদ্দীন আহমদ"। বাংলাদেশ প্রতিদিন। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।
- ↑ "ফেনী ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ"। যায়যায়দিন। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।
- ↑ "ফেনী ইউনিভার্সিটিতে নতুন ভিসি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।
- ↑ "ফেনী ইউনিভার্সিটির উপাচার্য হলেন চবি অধ্যাপক ড. জামালউদ্দীন"। দ্য ডেইলি ক্যাম্পাস। ১৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।