জাফারের যুদ্ধ
জাফারের যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: রিদ্দার যুদ্ধ ও খালিদ বিন ওয়ালিদের অভিযান | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
রাশিদুন খিলাফত | ইসলাম ত্যাগ করা বিদ্রোহী গোত্র | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
খালিদ বিন ওয়ালিদ | সালমা | ||||||
শক্তি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
স্বল্প | প্রচুর |
জাফারের যুদ্ধ ৬৩৩ সালে খালিদ বিন ওয়ালিদ ও গোত্রীয় নেত্রী সালমার মধ্যে সংঘটিত হয়। খালিদ তাকে পরাজিত করেন। সালমা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে। এই যুদ্ধ রিদ্দার যুদ্ধের সময় সংঘটিত হয়। বিদ্রোহী নেত্রী সালমা দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় উটে চড়ে এতে অংশ নেয়। খালিদ তার একদল সেনা নিয়ে সালমার দিকে অগ্রসর হন এবং তাকে ও তার দেহরক্ষীদের হত্যা করেন। এ যুদ্ধে কয়েকশত বিদ্রোহী নিহত হয়।
পরবর্তী অবস্থা[সম্পাদনা]
বিদ্রোহীরা পরাজিত হওয়ার পর অন্য বিদ্রোহী গোত্রগুলোর কেউ ইসলাম গ্রহণ করে কেউ বা পালিয়ে যায় বা বন্দী হয়। এই অঞ্চলের কোনো গোত্র এরপর বিদ্রোহী হয়নি।
অনলাইন সূত্র[সম্পাদনা]
A.I. Akram, The Sword of Allah: Khalid bin al-Waleed, His Life and Campaigns Lahore, 1969
তথ্যসূত্র[সম্পাদনা]
- A.I. Akram, The Sword of Allah: Khalid bin al-Waleed, His Life and Campaigns, Nat. Publishing. House, Rawalpindi (1970) আইএসবিএন ০-৭১০১-০১০৪-X.
![]() |
যুদ্ধ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |