জাফর ইকবাল (ফিল্ড হকি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাফর ইকবাল
ব্যক্তিগত তথ্য
জন্ম (1956-06-12) ১২ জুন ১৯৫৬ (বয়স ৬৭)
হরগাওয়ান, বিহার শরীফ, বিহার, ভারত
মাঠে অবস্থান হাফব্যাক
জাতীয় দল
১৯৭৭–১৯?? ভারত
পদক রেকর্ড
পুরুষ ফিল্ড হকি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৮০ মস্কো দল
এশিয়ান গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৭৮ ব্যাংকক দল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৮২ দিল্লি দল
চ্যাম্পিয়নস ট্রপি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮২ অ্যামস্টেলভিন

জাফর ইকবাল (জন্ম ১২ জুন ১৯৫৬) একজন প্রাক্তন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় এবং ভারত জাতীয় দলের অধিনায়ক।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

জাফর ইকবাল ১৯৫৬ সালের ১২ জুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ ও নাজমুন নিশার ঘরে পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের বিহার রাজ্যের বিহার শরীফের হরগাওয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবার উত্তর প্রদেশের আলিগড়ে চলে আসে যেখানে তিনি বেড়ে ওঠেন।[২] ইকবাল শৈশবে ফুটবল খেলা শুরু করেছিলেন, ১৯৬৯-৭০ সালে হকি খেলার আগে তার বাবার সহকর্মী ও হকির উদ্যমশীল ব্যক্তি অধ্যাপক খান দ্বারা উৎসাহিত হন। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকের সময় এএমইউ-র হকি কোচ ও ভারতীয় জাতীয় দলের ম্যানেজার স্বামী জগন নাথ তাকে পরামর্শ দিয়েছিলেন। হকি ছাড়াও ইকবাল ১৯৭৮ সালে এএমইউ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৭৪ শতাংশ নম্বর পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩]

পেশাগত কর্মজীবন[সম্পাদনা]

আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় ভাল ক্রীড়া নৈপুণ্যের জন্য নির্বাচিত হওয়ার পরে ইকবালকে সম্মিলিত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছিল; এএমইউ-র হয়ে জাফর খেলেছেন। লেসলি ফার্নান্দেজের বিপক্ষে গোল করা সহ ভারত জাতীয় দলের বিপক্ষে ইকবালের ভাল ক্রীড়া নৈপুণ্য তাকে ১৯৭৭ সালে নেদারল্যান্ডস সফরের জন্য জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিল। [৩][৪] সেই সময় পর্যন্ত ইকবাল সবসময় বাঁহাতি পজিশনে খেলতেন, কিন্তু কোচ কিষাণ লাল তাকে লেফট-আউটে খেলতে বলেছিলেন কারণ সুরিন্দর সিং সোধি প্রাক্তন পজিশনে খেলেছিলেন।[৩]

ইকবাল ১৯৭৮ সালে ব্যাংককে এশিয়ান গেমসে খেলেছিলেন এবং ১৯৮২ সালে নয়াদিল্লিতে দলের অধিনায়ক ছিলেন, উভয় বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করে দীর্ঘ বিরতির পর স্বর্ণপদক ঘরে তুলেছিলেন। এছাড়াও, তিনি ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের জাতীয় পতাকা বহন করার সম্মান পেয়েছিলেন। ১৯৮২ সালে হল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং পাকিস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে আরও অনেক টুর্নামেন্ট জিতেছিলেন।

অর্জন[সম্পাদনা]

পিছনে ১১ নম্বর লেখা ভারতীয় নীল জার্সি পরে “লেফট আউট” হিসাবে তার অসাধারণ খেলা ভারতীয় হকি ইতিহাসের একটি গৌরবময় অংশ। খেলা ছেড়ে দেওয়ার পরে তিনি প্রশিক্ষণে আত্মনিয়োগ করে ভারতীয় হকি দলের প্রধান জাতীয় কোচ, মুখ্য কোচ হিসাবে কাজ করেছেন এবং জাতীয় নির্বাচক হয়েছিলেন। তার প্রশিক্ষণে দলটি ১৯৯৪ সালে হিরোশিমায় এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Padma Shri is a recognition for Indian hockey: Zafar"। Top News। ২৫ জানুয়ারি ২০১২। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. Raipalli, Dr Manjunath Sahadevappa। A CASE STUDY ON CONTRBUTION OF KARNATAKA HOCKEY PLAYERS TOWARDS THE DEVELOPMENT OF INDIAN HOCKEY (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 20। আইএসবিএন 978-1-387-71237-3। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২ 
  3. Bhushan, Aditya (২১ জুলাই ২০২১)। "Zafar Iqbal: Olympic gold medalist, civil engineer and Indian Airlines executive director"Sportskeeda (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২ 
  4. Barua, Suhrid (৪ আগস্ট ২০১৬)। "Rio Olympics 2016: Ireland will be tough Test for India, feels former Indian hockey captain Zafar Iqbal"Sportskeeda (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২