জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট (পাকিস্তান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট
সংক্ষেপেএনআইভি
গঠিতসেপ্টেম্বর ২০১৯ (2019-09)
ধরনগবেষণা প্রতিষ্ঠান
আইনি অবস্থাসক্রিয়
উদ্দেশ্যভাইরোলজি জৈব-নিরাপত্তা বিষয়ক গবেষণা
অবস্থান
যে অঞ্চলে
পাকিস্তান

জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট (এনআইভি) হল পাকিস্তানের একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা জৈব নিরাপত্তার নিয়ে কাজ করে। করাচি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস[১] ২০১৯-এর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে।

উদীয়মান সংক্রামক রোগ সনাক্ত ও নির্মূলকরণ এবং জৈবিক যুদ্ধবিগ্রহ নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠানটিতে একটি বিশেষ গবেষণাগার এলাকা রয়েছে। এটি একটি বিএসএল৩ গবেষণাগার। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের জন্য করাচি বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে।[২]

পাকিস্তানে কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের সময় এনআইভি অধিক গুরুত্ব পেয়েছিল। এ সময় প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কোভিড-১৯ পরীক্ষা কিট তৈরি করে,[৩][৪] যা আমদানি করা কিটের তুলনায় অত্যন্ত কম খরচে তৈরি করা যেতে পারে। এর ফলে অনেক বেশি সংখ্যক নাগরিকের কোভিড-১৯ পরীক্ষা করা সম্ভব হয়। পাকিস্তানে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঘটলে, রোগটির চিকিৎসার জন্য ভ্যাকসিন এবং ওষুধ তৈরি করতে সিন্ধু রাজ্য সরকার পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে কাজ করে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "KU ICCBS established National Institute of Virology :)" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 
  2. "National Institute of Virology (NIV)"iccs.edu (ইংরেজি ভাষায়)। International Center for Chemical and Biological Sciences। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 
  3. "KU institute helps Indus Hospital increase COVID-19 diagnosis capacity"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 
  4. Rizvi, Safdar (১৮ মার্চ ২০২০)। "On the cusp: National Institute of Virology, like many other organizations, are working to develop its own coronavirus diagnostic kit"Theظ Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 
  5. "Sindh plans to set up modern virology lab - Pakistan Today"www.pakistantoday.com.pk। পাকিস্তান টুডে। ২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০