বিষয়বস্তুতে চলুন

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ১৯৮৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ১৯৮৩

← ১৯৭৭ ১৩ নভেম্বর ১৯৮৩ থেকে ২৪ নভেম্বর ১৯৮৩ ১৯৮৭ →

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৭৫টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩৮টি আসন
ভোটের হার৭৩.২%[১]
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী ফারুক আব্দুল্লাহ
দল জেকেএনসি কংগ্রেস
গত নির্বাচন ৪৭ ১১
আসন লাভ ৪৬ ২৬
আসন পরিবর্তন হ্রাস বৃদ্ধি ১৫

  তৃতীয় দল চতুর্থ দল
 
দল বিজেপি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি
গত নির্বাচন -
আসন লাভ -
আসন পরিবর্তন বৃদ্ধি - হ্রাস

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

ফারুক আব্দুল্লাহ
জেকেএনসি

নির্বাচিত মুখ্যমন্ত্রী

ফারুক আব্দুল্লাহ
জেকেএনসি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য নির্বাচন ১৯৮৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। [২] [১] জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।

ফলাফল[সম্পাদনা]

ইন্দিরা গান্ধীর কৌশল ১৯৮৩ সালের রাজ্য নির্বাচনে লভ্যাংশ দিয়েছিল এবং কংগ্রেস ২৬টি আসন জিতেছিল, যেখানে ন্যাশনাল কনফারেন্স ৪৬টি আসন পেয়েছিল। একটি বিজোড় নির্বাচনী এলাকা বাদে, কংগ্রেসের সমস্ত জয় জম্মু ও লাদাখ অঞ্চলে, যখন ন্যাশনাল কনফারেন্স কাশ্মীর উপত্যকায় জয়লাভ করেছে। ১৯৮৩ সালের নির্বাচন ভবিষ্যতে যেকোনও কংগ্রেস-এনসি জোটের জন্য মডেল প্রতিষ্ঠা করেছিল - কংগ্রেস নিজেকে প্রধানত জম্মু ও লাদাখ অঞ্চলে আসন বরাদ্দ করে, যখন ন্যাশনাল কনফারেন্স নিজেকে কাশ্মীর উপত্যকায় সীমাবদ্ধ করে।

ফারুক আবদুল্লাহ ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Statistical Report on General Election, 1983, The Election Commission of India.
  2. Jammu & Kashmir Assembly Election Results in 1983, Elections.in website, retrieved 27 April 2017.