জনাতঁ ক্লোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জনাতঁ ক্লোস
২০২০ সালে লঁসের হয়ে ক্লোস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জনাতঁ ক্লোস
জন্ম (1992-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান ত্রোয়ে, ফ্রান্স
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মার্সেই
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৮–২০০০ অস্তোফেন
২০০০–২০১০ স্ত্রাসবুর
২০১০–২০১৩ স্ত্রাসবুর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৫ লিনক্স ৪৬ (১৪)
২০১৫–২০১৬ রাঁ লেতাপ ২৪ (০)
২০১৬–২০১৭ আভ্রঁশ বি (০)
২০১৬–২০১৭ আভ্রঁশ ৩০ (১)
২০১৭–২০১৮ লেভেয়ি রুয়ঁ বি (০)
২০১৭–২০১৮ লেভেয়ি রুয়ঁ ২৯ (১)
২০১৮–২০২০ আরমিনিয়া বিলেফেল্ড ৬২ (৮)
২০২০ লঁস বি (০)
২০২০–২০২২ লঁস ৭০ (৮)
২০২২– মার্সেই ১১ (১)
জাতীয় দল
২০২২– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৫৮, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫৮, ২৯ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জনাতঁ ক্লোস (ফরাসি: Jonathan Clauss, ফরাসি উচ্চারণ: ​[d͡ʒˈɒnəθən klˈos]; জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৯২) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব মার্সেই এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্লোস ২০২২ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জনাতঁ ক্লোস ১৯৯২ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের ত্রোয়েতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০২২ সালের ২৫শে মার্চ তারিখে, ২৯ বছর ও ৬ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ক্লোস কোত দিভোয়ারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৮তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কিংসলে কোমেঁর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ফ্রান্স ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে ক্লোস সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০২২
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]