বিষয়বস্তুতে চলুন

ছারছিনা দরবার শরীফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ছারছীনা দরবার শরীফ থেকে পুনর্নির্দেশিত)
ছারছীনা দরবার শরীফ, পিরোজপুর
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাপিরোজপুর জেলা
অবস্থান
অবস্থানছারছীনা, স্বরূপকাঠী, নেছারাবাদ উপজেলা
দেশবাংলাদেশ
স্থাপত্য
ধরনসুফি দরগাহ
স্থাপত্য শৈলীআধুনিক
প্রতিষ্ঠার তারিখ১৮৯০ সাল
মিনারের উচ্চতা৩০০ ফিট
ওয়েবসাইট
www.sarsinadarbarsharif.org

ছারছীনা দরবার শরীফ বা ছারছীনা দারুচ্ছুন্নাত বাংলাদেশের একটি আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র, অন্যতম দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠান।[][] এটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী শহরের উত্তর পাশে ছারছীনা নামক গ্রামে অবস্থিত।[] ১৮৯০ সালে একই গ্রামের আধ্যাত্মিক নেতা ও পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছারউদ্দীন আহমদ এটি প্রতিষ্ঠা করেন।[] দরবারটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামি বিশ্বে সুপরিচিতি অর্জন করেছে।[] প্রতি বছর দরবারের মাহফিলে কয়েক লক্ষ ভক্তের উপস্থিতি হয়।[] দরবার শরীফের ২য় পীর ছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ,[] ৩য় পীর ছিলেন শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ তিনি ২০২৪ সালের ১৭ জুলাই ইন্তেকাল করেছেন।[] এবং বর্তমান ছারছীনা দরবার শরীফের পীর হিসেবে শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ থেকে খেলাফত প্রাপ্ত শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন[]

ইতিহাস

[সম্পাদনা]

নেছারউদ্দীন আহমদ তার দাদা মুন্সি জহির উদ্দিন ও পিতা সুফি সদরুদ্দিনের চিন্তাধারা প্রভাবিত ছিলো। এরা উভয়ই সুফি গোত্রীয় ব্যক্তি ছিলেন। সুফি সদরুদ্দিনের সময় নিজ বাড়িতে মুসাফিরখানা তৈরি হয়েছিলো, এখানে ইসলামি নানা বিষয়ে আলোচনা হতো। নেছারউদ্দীন আহমদ হুগলী মোহসিনীয়া মাদ্রাসায় পড়ার সময় ১৮৯৫ সালে ফুরফুরা শরীফের পীর আবুবকর সিদ্দিকীর নিকট বাইয়াত গ্রহণ করেন।[] বাইয়াত গ্রহণের পরে তিনি ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন।

১৯০৫ সালে নেছারুদ্দিন নিজ বাড়িতে মুসাফিরখানা হিসাবে একটি গোলপাতার দোচালা ঘর নির্মাণ করেন। এই ঘরকেই তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন ও সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণকে সচেতন করতেন ও নৈতিক উপদেশ দিতেন, এছাড়াও তিনি এই খানকায় তরিকার ছবক, তালিম-তরবিয়াত, ঈমান-আকিদাসহ ইসলামের মৌলিক রীতিনীতি বিষয়াদি শিক্ষা দিতেন। এভাবেই এই প্রতিষ্ঠানটি একসময় ছারছিনা মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। [১০]

মূল ব্যক্তিত্ব

[সম্পাদনা]

দরবার শরীফের প্রতিষ্ঠাতা নেছারউদ্দীন আহমদ ১৯৫২ সালে মৃত্যুবরণ করার পর, দরবার শরীফের পীর হোন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহআবু জাফর মোহাম্মদ সালেহের সময়ে দরবারের বহু উন্নয়নমূলক কাজ হয়, তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে উঠেন। তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন। তার এই কাজের জন্য ১৯৮০ সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার পান। দরবারের পীরসমূহ:

অবদান

[সম্পাদনা]

এই দরবারের প্রধান পীর নেছারুদ্দিন ইসলামের খেদমত করে প্রায় অগণিত মুরিদ করেছিলেন, ১৯৫০ সালে এদের মধ্যে বাছাইকৃত ১৪০১ জন মুরিদকে সাথে নিয়ে হজ্ব যাত্রায় রওনা দেন।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

১৯১২ সালে নেছারুদ্দিন কেরাতিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করে, পরবর্তীতে ১৯৩১ সালে এটি ছারছিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসায় পরিণত হয়। প্রতিষ্ঠাতা আল্লামা নেছার উদ্দীন মাদ্রাসার জন্য মঈনুদ্দীন চিশতি হল হল আলফেসানী হল ও নেছার হল প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় পীর আবু জাফর মোহাম্মদ সালেহ প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলনে, তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও ইবতেদায়ী মাদরাসার জন্য সংগ্রাম করেছেন। বর্তমান পীর মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দারুল উলুম নেছারিয়া কদীম নেসাবি মাদ্রাসা নামে একটি দ্বীনীয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন।[১১]

প্রকাশনা

[সম্পাদনা]

নেছারুদ্দিন ইসলামি শিক্ষা সবার নিকটে পৌঁছে দিতে ১৯৪৯ সালেপাক্ষিক তাবলীগ নামে একটি পত্রিকা বের করতেন। তার পরবর্তী পীরগনও দরবার শরীফের নামে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

সামাজিক উন্নয়ন

[সম্পাদনা]

১৯৪১ সালে শাহ সূফি নেছারুদ্দীন আহমদ রহঃ বাঙালি হজ্ব যাত্রীদের জন্য জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেন, এই ফান্ড থেকে নেছারিয়া মুসাফিরখানা প্রতিষ্ঠা করা হয়। এরপর একই পীর ১৯৪৩ সালে জমাইয়েতে হিযবুল্লাহ নামে একটি ইসলামি সংগঠন প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯৪৫ সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য কেবলা সুন্নাহ বোর্ড গঠন, ও শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান ব্যবস্থার জন্য তাত শিল্প গড়ে তুলেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

মরহুম পীর মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ একটি সরকারি মিনি হাসপাতাল, পূবালী ব্যাংক, অডিটোরিয়াম, ডাকবাংলো ও মাহফিলের জন্য বিশাল মাঠ, অজু-গোসলের জন্য কৃত্রিম জলাধার-ফোয়ারা প্রভৃতি প্রতিষ্ঠা করেন।[১১]

মাহফিল

[সম্পাদনা]

প্রতিবছর বাংলাবর্ষ ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ (২৯,৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর) এবং ২৭, ২৮, ২৯ ফাল্গুন (১২,১৩,১৪ ই মার্চ) মাসে দরবারে মাহফিলের আয়োজন হয়ে থাকে, সাম্প্রতিক ২০২১ সালে ১৩১তম মাহফিল অনুষ্ঠানের আয়োজন হয়েছিলো।[] এই মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে।[১২][১৩] এই মাহফিলে ইসলামি আকিদা, আমল ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে ওয়াজ করা হয়।[১৪] সবসময় এই মাহফিলের সাথে সাথে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এর সম্মেলনের আয়োজন হয়ে থাকে।[১৩][১৫]

আরও দেখুন

[সম্পাদনা]

চারি তরীকার শাজরা

চিশতিয়া তরীকার শাজরা
  • হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
  • হযরত আলী (রাঃ)
  • হযরত হাসান বসরী (রহঃ)
  • হযরত খাজা ওয়াহেদ বিন জায়েদ (রহঃ)
  • হযরত খাজা ফোজায়েল (রহঃ)
  • হযরত খাজা ইব্রাহীম আদহাম (রহঃ)
  • হযরত খাজা হোযায়ফা মারয়াসী (রহঃ)
  • হযরত খাজা আমীন উদ্দীন হোবায়রা বছরী (রহঃ)
  • হযরত খাজা আবু ইব্রাহীম এছহাক আলাউদ্দীন নূরী (রহঃ)
  • হযরত খাজা আবু এছহাক শামী (রহঃ)
  • হযরত খাজা আবু আহমদ আবদাল চিশতী (রহঃ)
  • হযরত খাজা আবু মোহাম্মদ আবদাল চিশতী (রহঃ)
  • হযরত খাজা নাছের উদ্দীন আবু ইউসুফ চিশতী (রহঃ)
  • হযরত খাজা কুতুবুদ্দীন মউদূদ চিশতী (রহঃ)
  • হযরত খাজা শরীফ জানদানী (রহঃ)
  • হযরত খাজা ওসমান হারুনী (রহঃ)
  • হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী ছঞ্জরী (রহঃ)
  • হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (রহঃ)
  • হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর (রহঃ)
  • হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (রহঃ)
  • শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা:জি:আ:)
কাদেরিয়া তরীকার শাজরা
  • হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
  • হযরত আলী (রাঃ)
  • হযরত ইমাম হোসাইন (রাঃ)
  • হযরত ইমাম জয়নুল আবেদীন (রহঃ)
  • হযরত ইমাম বাকের (রহঃ)
  • হযরত ইমাম জাফর ছাদেক (রহঃ)
  • হযরত ইমাম মূসা কাজেম (রহঃ)
  • হযরত ইমাম আলী রেজা (রহঃ)
  • হযরত খাজা মারূফ করখী (রহঃ)
  • হযরত আবুল হোসাইন ছররী ছকতী (রহঃ)
  • হযরত সাইয়েদ জোনায়েদ বাগদাদী (রহঃ)
  • হযরত আবু বকর মোহাম্মদ বিন দিলফ বিন মোঃ শিবলী (রহঃ)
  • হযরত আঃ আজীজ বিন হারেছ তামিমী (রহঃ)
  • হযরত আবুল ফারাহ মোঃ তারতুছী (রহঃ)
  • হযরত আবুল হাসান হেকারী (রহঃ)
  • হযরত আবু সাঈদ মাখজুমী (রহঃ)
  • গাউসুল আজম হযরত সাইয়েদ আবদুল কাদের জিলানী (রহঃ)
  • হযরত সাইয়েদ আঃ রাজ্জাক (রহঃ)
  • হযরত সাইয়েদ শরফুদ্দীন কাত্তাল (রহঃ)
  • হযরত সাইয়েদ আঃ ওহ্হাব (রহঃ)
  • হযরত সাইয়েদ বাহাউদ্দীন (রহঃ)
  • হযরত সাইয়েদ আকীল (রহঃ)
  • হযরত সাইয়েদ শামসুদ্দীন চাহরায়ী (রহঃ)
  • হযরত সাইয়েদ গাদা রহমান আউয়াল (রহঃ)
  • হযরত সাইয়েদ শামসুদ্দীন আরেফ (রহঃ)
  • হযরত সাইয়েদ গাদা রহমান ছানী (রহঃ)
  • হযরত শাহ ফোজাইল (রহঃ)
  • হযরত শাহ কামাল কেতিহলী (রহঃ)
  • হযরত মখদুম আঃ আহাদ ছরহিন্দী (রহঃ)
  • ইমামে রব্বানী শেখ আহমদ ফারুকী ছরহিন্দী (রহঃ)
  • হযরত শেখ আদম বিননূরী (রহঃ)
  • হযরত সাইয়েদ আব্দুল­াহ আকবর আবাদী (রহঃ)
  • হযরত মাওলানা আঃ রহীম মুহাদ্দিসে দেহলভী (রহঃ)
  • হযরত মাওলানা শাহ ওয়ালী উল­াহ দেহলভী (রহঃ)
  • হযরত মাওলানা আঃ আজীজ দেহলভী (রহঃ)
  • হযরত মাওলানা সাইয়েদ আহমদ শহীদ বেরলভী (রহঃ)
  • হযরত মাওলানা নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ)
  • হযরত মাওলানা ফতেহ আলী ওয়ায়সী (রহঃ)
  • আমীরুশ শরীয়ত শাহ সূফী আবু বকর সিদ্দীকী (রহঃ)
  • মুহিয়ে সুন্নাত শাহ সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ)
  • শাহ সূফী আবু জা’ফর মোহাম্মদ ছালেহ (রহঃ)
  • আহ্কার শাহ মোহাম্মদ মোহেব্বুল­্লাহ
  • শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা:জি:আ:)
নকশবন্দিয়া-মুজাদ্দেদিয়া তরীকার শাজরা

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • উদ্দীন আহমেদ, সিরাজ (২০১৫)। "বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)"। ভাস্কর প্রকাশনী, ঢাকা {{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ |সূত্র=harv (সাহায্য)
  • আনওয়ারুল হক, ডঃ এএফএম (২০০৫)। শাহ্ সুফী নেছারুদ্দীন আহমদ (রঃ): একটি জীবন একটি আদর্শ। ছারছিনা, পিরোজপুর: ছারছিনা দারুচ্ছুন্নাত লাইব্রেরী। {{বই উদ্ধৃতি}}: অবৈধ |সূত্র=harv (সাহায্য)
  • মোঃ ইসমাইল হোসেন, অধ্যক্ষ আলহাজ্জ (২০০৫)। বীর মুজাহিদ পীর শাহ্ আবু জাফর মোঃ ছালেহ রহ: পীর ছাহেব, ছারছীনা শরীফ। ছারছিনা, পিরোজপুর: ছারছিনা দারুচ্ছুন্নাত লাইব্রেরী। {{বই উদ্ধৃতি}}: অবৈধ |সূত্র=harv (সাহায্য)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ছারছিনা মাদ্রাসা ও দরবার শরীফ"সরকারি বাতায়ন। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  2. 1 2 প্রতিবেদক, নিজস্ব। "ইসলামী আদর্শ বিস্তারে ছারছীনার মরহুম পীর ছাহেবদ্বয়ের অবদান অবিস্মরণীয়-ছারছীনার পীর ছাহেব"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২
  3. "ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ সূফী নেছারুদ্দীন আহমদ (র:) এর জীবনী | ইসলামী ছাত্রসেনা"ইসলামী ছাত্রসেনা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  4. প্রতিবেদক, নিজস্ব। "কোরআন ও সুন্নাহর প্রচারে কাজ করছে ছারছীনা দরবার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  5. 1 2 প্রতিবেদক, নিজস্ব। "মানুষকে আল্লাহওয়ালা গড়ে তুলতে দাদা হুজুর ছারছীনা দরবার প্রতিষ্ঠা করেছেন : পীর ছাহেব মোহেববুল্লাহ"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  6. "ছারছীনার মরহুম পীর শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ-এর ২৯তম ইন্তেকাল বার্ষিকী পালিত"dailyinqilab (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯
  7. "রাষ্ট্রধর্ম ইসলাম করে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন এরশাদ: ছারছীনা পীর"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  8. "রাষ্ট্রধর্ম ইসলাম করে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন এরশাদ: ছারছীনা পীর"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  9. "ছারছিনার পির সাহেব - Barisalpedia"www.barisalpedia.net.bd। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  10. "আল্লামা নেছারুদ্দীন রহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম"jagonews24। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  11. 1 2 Muktibani। "Muktibani - শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা শরীফ"Muktibani। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  12. "ছারছীনা দরবার শরীফের ১২৫তম তিন দিনব্যাপী মাহফিল শুরু"banglanews24.com। ১০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২
  13. 1 2 সংবাদদাতা, ছারছীনা। "ছারছীনা দরবার শরীফ বার্ষিক মাহফিল শুরু কাল"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  14. সংবাদদাতা, নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা। "ছারছীনা দরবারের আমল, আকীদা ও সেলসেলার অমিলকারিদের থেকে দূরে থাকতে হবে -ছারছীনা পীর"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  15. "ছারছিনা দরবারের বার্ষিক মাহফিল রোববার শুরু"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]