প্রিন্টমেকিং বা ছাপচিত্র, সাধারণত কাগজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় শিল্পকর্ম তৈরির কৌশল। ছাপচিত্র সাধারণভাবে এমন এক মুদ্রণ তৈরির প্রক্রিয়াকে ইঙ্গিত করে যেখানে মৌলিক শিল্পকর্মটির উপাদান বিদ্যমান থাকে, এমনকি এটিকে ওই চিত্রকর্মের আলোকচিত্রের প্রতিভাষও বলা যায়। শুধুমাত্র মনোটাইপিং বা সতন্ত্রছাপের ক্ষেত্র ব্যতীত প্রক্রিয়াটি একইসাথে একাধিক সংস্করণ তৈরি করতে সমর্থ, এবং এই বিষয়টিকে মুদ্রণ বা ছাপ বলা হয়। যদিও সকল ছাপচিত্র হুবুহু বা "অনুলিপি" হিসেবে বিবেচনার পরিবর্তে "মূল" কর্ম হিসেবেই বিবেচিক হয়ে থাকে।
Donald Saff and Deli Sacilotto. Printmaking: History and Process. New York: Holt, Rinehart, and Winston, 1978. আইএসবিএন৯৭৮-০০৩০৮৫৬৬৩১
Edward Twohig, R.E. 2018. “Print REbels: “Haden - Palmer - Whistler and the Origins of the R.E. (Royal Society of Painter-Printmakers) আইএসবিএন৯৭৮-১-৫২৭২-১৭৭৫-১. Published by the Royal Society of Painter-Printmakers, London, in May 2018.