কানাগাওয়ার লহরীতলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কানাগাওয়ার লহরীতলে[ক]
শিল্পীকাৎসুশিকা হোকুসাই
বছর১৮৩০-১৮৩৩
ধরনরঙীন কাষ্ঠফলক
আয়তন25.7 cm × 37.8 cm (১০.১ ইঞ্চি × ১৪.৯ ইঞ্চি)

কানাগাওয়ার লহরীতলে (神奈川?, কানাগাওয়া-ওকি নামি উরা) হল জাপানি উকিও-এ শিল্পী কাৎসুশিকা হোকুসাইয়ের সৃষ্ট একটি কাষ্ঠফলকে মুদ্রিত ছবি। ইংরেজিতে "দ্য গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া" বলে পরিচিত এই ছবিটি এদো যুগের শেষদিকে ১৮৩০ থেকে ১৮৩৩ খ্রিঃ এর মধ্যবর্তী কোনও সময় প্রকাশিত হয়েছিল।[১] এটি হল হোকুসাইয়ের চিত্রসংগ্রহ ফুজি পর্বতের ছত্রিশটি দৃশ্যের (富嶽三十六景, ফুগাকু সাঞ্জুউরোক্কেই) প্রথম ছবি। এটি হোকুসাইয়ের সর্বাধিক জনপ্রিয় কাজ এবং বহির্বিশ্বে জাপানি শিল্পকলার সবচেয়ে পরিচিত নিদর্শনগুলির একটি। এতে দেখা যায় কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলের সমুদ্রতটে বিশাল এক ঢেউয়ের মুখে বিপন্ন কয়েকটি নৌকা। ঢেউটিকে সাধারণত সুনামি বলে ধরে নেওয়া হলেও ছবির শিরোনাম থেকে ধারণা করা যায় সেটি আসলে একটি "রোগ ওয়েভ" বা ক্রূর ঢেউ।[২] চিত্রসংগ্রহের অন্যান্য ছবির মত এটিতেও ফুজি পর্বতকে বিশেষ একটি পরিস্থিতিতে তুলে ধরা হয়েছে, এবং ফুজি পর্বত নিজে রয়েছে পশ্চাৎপটে।

খুঁটিনাটি[সম্পাদনা]

বর্ণনা[সম্পাদনা]

মুদ্রণের ধরনটিকে বলা হয় য়োকো-এ। এটি হল একপ্রকার ল্যাণ্ডস্কেপ বিন্যাস; "বড় বোর্ড" বা "ওওবান" মাপে নির্মিত। এর উচ্চতা প্রায় ২৫ সেমি ও দৈর্ঘ্য প্রায় ৩৭ সেমি।[৩]

ছবিটি তিনখানি মূল উপাদান নিয়ে তৈরি, যথা: ঝড়ের আঘাতে উত্তাল সমুদ্র, তিনটি নৌকা এবং ফুজি পর্বত। উপরে বাঁ দিক ঘেঁষে আছে শিল্পীর স্বাক্ষর।

পর্বত[সম্পাদনা]

ছবিতে দৃষ্ট তুষারাবৃত পর্বতটি হল ফুজিয়ামা, যা জাপানি জনমানসে একটি পবিত্র প্রতীক, জাপানের জাতীয় চিহ্ন[৪] এবং সৌন্দর্যেরও চিহ্ন।[৫] এই ছবিটি হোকুসাইয়ের সিরিজ ফুজি পর্বতের ছত্রিশটি দৃশ্যের (富嶽三十六景, ফুগাকু সাঞ্জুউরোক্কেই) প্রথম ছবি। এই সিরিজ ছাড়াও জাপানি চিত্রকলার অন্যান্য নমুনাতেও বিখ্যাত কোনও স্থানের উপস্থাপনায় ফুজি পর্বতকে পশ্চাৎপটে রাখা হয়।

ফুজি পর্বতের পিছনের আকাশের অন্ধকার রঙ থেকে অনুমান করা যায় দৃশ্যটি সকাল বেলার। দর্শকের পিছন থেকে সূর্য উঠে পর্বতের শিখরের তুষারকে উজ্জ্বল আলোয় আলোকিত করছে। দর্শক ও ফুজি পর্বতের মাঝের আকাশে ঘন মেঘ থাকলেও বৃষ্টির কোনও চিহ্ন নেই।[২]

নৌকা[সম্পাদনা]

ছবিতে দেখা যায় তিনটি ওশিওকুরি-বুনে নৌকা। এগুলি ইযু ও বোওসোও উপদ্বীপ থেকে এদো উপসাগরের তীরবর্তী বাজারে জ্যান্ত মাছ চালান দিতে ব্যবহৃত হত।[৬] ছবির নাম থেকে বোঝা যায় নৌকাগুলি কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলের কাছে রয়েছে; তাদের উত্তরে টোকিও, উত্তর-পশ্চিমে ফুজি পর্বত, দক্ষিণে সাগামি উপসাগর ও পূর্বে টোকিও উপসাগর। নৌকাগুলির মুখ দক্ষিণ-পূর্বে ঘোরানো; তারা রাজধানীতে ফিরছে।

প্রতিটি নৌকায় আট জন করে মাল্লা দাঁড় আঁকড়ে আছে। সামনের দিকে আরও দুই জন করে যাত্রী রয়েছে। ফলে ছবিতে মোট দৃশ্যমান মানুষ ত্রিশ জন। নৌকাগুলির সাপেক্ষে দর্শকের পক্ষে ঢেউটির আয়তন আন্দাজ করা সম্ভব। ওশিনোকুরি-বুনে নৌকার দৈর্ঘ্য হত সাধারণত ১২ থেকে ১৫ মিটার। এই বিচারে ঢেউটির উচ্চতা ছিল ১০ থেকে ১২ মিটার।[২]

সমুদ্র ও ঢেউ[সম্পাদনা]

ঢেউয়ের নিকট দৃশ্য
থাবার মত দেখতে ঢেউয়ের ফণা
ছোট ঢেউয়ের নিকটদৃশ্য:ফুজি পর্বতের আকৃতির সাথে সাদৃশ্য খেয়াল করুন।

সমগ্র কাজটির মূল আকর্ষণ সমুদ্র; বড় ঢেউটি ঠিক ভেঙে পড়ার মুখে। ছবিতে ধৃত মুহূর্তে ঢেউটি প্রায় সম্পূর্ণ এক বৃত্তের চেহারা নিয়ে দূরে অবস্থিত ফুজি পর্বতকে যেন গোলাকার ফ্রেমে বন্দী করেছে। এডমন্ড দ্য গঁকুর ছবিটির বর্ণনা দিয়েছেন এইভাবে:

ঢেউয়ের ছবিটি এমন একজন শিল্পীর আঁকা যিনি তাঁর দেশকে চারদিক থেকে ঘিরে রাখা মহাসমুদ্রকে দেবতার মত ভয় ও ভক্তি করতেন; সমুদ্রের হঠাৎ আকাশমুখী লম্ফে তিনি চমৎকৃত, সেইসঙ্গে ঢেউয়ের ভিতরের বাঁকের ঘন নীলও তিনি দেখছেন, দেখছেন উৎক্ষিপ্ত জলের ফোঁটার সাথে তার থাবার মত ফণাকে।[৭]

পাদটীকা[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kanagawa-oki nami-ura 神奈川沖浪裏 (Under the Wave off Kanagawa)"British Museum। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৯ 
  2. Cartwright, HE; Nakamura, H। "What kind of a wave is Hokusai's Great wave off Kanagawa?"Notes and recordsRoyal Societyডিওআই:10.1098/rsnr.2007.0039। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১০ 
  3. "Katsushika Hokusai: The Great Wave at Kanagawa"। Metropolitan Museum of Art। সংগ্রহের তারিখ ২০১০-০৭-০৭ 
  4. "Under the Wave off Kanagawa (The Great Wave) by Hokusai (1760–1849)"। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১০ 
  5. Nipponia। "El Monte Fuji como Objeto Artístico" (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১০ 
  6. Kobayashi ও Harbison 1997, পৃ. 47.
  7. Radio UNAM"La Gran Ola de Kanagawa" (Spanish ভাষায়)। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১০ 


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি