চেম্বরমবক্কম

স্থানাঙ্ক: ১৩°০১′ উত্তর ৮০°০৪′ পূর্ব / ১৩.০২° উত্তর ৮০.০৬° পূর্ব / 13.02; 80.06
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেম্বরমবক্কম
செம்பரம்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
চেম্বরমবক্কম চেন্নাই-এ অবস্থিত
চেম্বরমবক্কম
চেম্বরমবক্কম
চেম্বরমবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
চেম্বরমবক্কম
চেম্বরমবক্কম
চেন্নাই মহানগরে অবস্থান
স্থানাঙ্ক: ১৩°০১′ উত্তর ৮০°০৪′ পূর্ব / ১৩.০২° উত্তর ৮০.০৬° পূর্ব / 13.02; 80.06
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
মহানগরচেন্নাই
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৪৮

চেম্বরমবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভেলুর জেলার পুন্তমল্লী তালুকের অন্তর্গত একটি বৃহৎ গ্রাম।[১] এটি ভৌগোলিকভাবে চেম্বরমবক্কম হ্রদের চারিদিকে এই জনবসতি অবস্থিত। এই গ্রামের উত্তর বরাবর রয়েছে চেন্নাই-বেঙ্গালুরু মহাসড়ক ও দক্ষিণ দিকে বিস্তৃত রয়েছে কুন্দ্রতুর-শ্রীপেরুম্বুদুর সড়ক।

অনুন্নত নিকাশি ব্যবস্থার কারণে প্রতিবছর চেন্নাই শহরের দক্ষিণ পশ্চিম দিকের লোকালয়ে জলমগ্নতা দেখা যায়। ২০১৮ খ্রিস্টাব্দে বৃহত্তর চেন্নাই পৌরনিগমের অন্তর্ভুক্ত হওয়ার পরও এই সমস্যার বিশেষ সমাধান হয় না। ২০২০ খ্রিস্টাব্দের জুলাই মাসে স্থানীয়রা এই সংক্রান্ত সমস্যা সমাধানের দাবি পেশ করে।[২] সরকারি আধিকারিকদের মতামত অনুসারে চেম্বরমবক্কম হ্রদ থেকে দক্ষিণে তাম্বরম পর্যন্ত একটি ১৩ কিলোমিটার পাইপলাইন তৈরীর পরিকল্পনা করা হচ্ছে।

চেম্বরমবক্কম হ্রদ[সম্পাদনা]

চেম্বরমবক্কম হ্রদ পুলিয়ুর কোট্টম নামেও পরিচিত৷ চোল রাজাদের সময়কালে কাঞ্চী ছিল তণ্ডাইমণ্ডলমের রাজধানী৷ সেই সময়ে রাজ্য জুড়ে মোট চব্বিশটি এরকম উপযোগী বৃহদাকৃতি হ্রদ খনন করা হয়, যা কোট্টম নামে পরিচিত৷ হ্রদটি রাজরাজ চোলের পুত্র রাজেন্দ্র চোলের শাসনকালে খোদিত৷[৩]

  • সর্বোচ্চ গভীরতা ৮৫.৪০ ফু (২৬.০৩ মি)৷
  • মোট ধারণক্ষমতা ৩,৬৪৫ মিলিয়ন ফুট³ (১০৮ মিলিয়ন মিটার³).
  • গড় গভীরতা ৭৫.৬০ ফু (২৩.০৪ মি).

দ্রুত অধঃক্ষেপনের ফলে হ্রদের সর্বোচ্চ জলধারণ ক্ষমতা বর্তমানে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে৷[৪] কন্নি কোয়িল নামে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে৷ ২০১৯ খ্রিস্টাব্দে চেন্নাইতে জলসঙ্কটের সময়ে এই হ্রদটি শুকিয়ে যায়৷[৫]

জনতত্ত্ব[সম্পাদনা]

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে চেম্বরমবক্কমের জনসংখ্যা হয় ৫,৭০৯ জন, যেখানে পুরুষ ২,৮৭৭ জন ও নারী ২,৮৩২ জন অর্থাৎ প্রতি হাজার পুরুষে ৯৮৪ জন নারী বাস, যা রাষ্ট্রীয় গড়ের তুলনায় অধিক।[৬] মোট শিশু সংখ্যা ৭৮২ জন যেখানে শিশুপুত্র সংখ্যা ৩৯০ জন এবং শিশুকন্যা সংখ্যা ৩৯২ জন। জনসংখ্যা অনুপাতে শিশু ১৩.৭০ শতাংশ। লোকালয়ের সাক্ষরতার হার ছিল ৮৩.৮৬ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.২৭ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৭.৩৪ শতাংশ। এখানে মোট পরিবার সংখ্যা ১,৫০৩ টি।[৭] মোট তফশিলি জাতি ও তফশিলি উপজাতি যথাক্রমে ১,৫৬৪ ও ৭০ জন। মোট শ্রমজীবী ২,১৩৩ জন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/33/3301_PART_A_DCHB_THIRUVALLUR.pdf&ved=2ahUKEwjRuOCG7L7wAhVCjuYKHc8zBvQQFjAAegQIAxAC&usg=AOvVaw3-0zjJEF0hvCchP2MA2KSQ
  2. https://www.thehindu.com/news/cities/chennai/flood-mitigation-measures-under-way-at-varadharajapuram/article31991940.ece/amp/
  3. J, Mohan (৯ ডিসেম্বর ২০১৫)। "A lifeline that ravaged Chennai"The Hindu। Chennai: The Hindu। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৫ 
  4. Kotteeswaran, C.S.। "Water, water... not many lakes to store"Deccan Chronicle। Chennai: Deccan Chronicle। ৫ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসে ২০১১ 
  5. "Water Crisis In Chennai, Desperate Locals Pay Double For Private Supply: 10 Points"NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯ 
  6. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 
  7. https://www.census2011.co.in/data/village/629147-sembarambakkam-tamil-nadu.html