বিষয়বস্তুতে চলুন

চিত্র আলোচনা:চৌরঙ্গী চলচ্চিত্রের পোস্টার.jpg

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ahmed Reza Khan কর্তৃক ৩ দিন আগে "সম্ভবত আসল পোস্টার নয়" অনুচ্ছেদে

সম্ভবত আসল পোস্টার নয়[সম্পাদনা]

@Ahmed Reza Khan, খুব সম্ভবত পোস্টারটি আসল পোস্টার নয়, দেখে মনে হচ্ছে Klikk নামের ওয়েবসাইটের বানানো পোস্টার। আসল পোস্টারটি সাদা-কালো হবার কথা। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৫, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান, আসল পোস্টারটি অনলাইনে পাওয়া যাবে কি না জানি না। এখানে যে পোস্টারটি দেওয়া আছে, সেটা Angel Digital-এর বানানো সম্ভবত; ছবিটা পরিবর্তন করে এটা দেবো? অরিজিনাল পোস্টার পাওয়া না গেলে এরকম পোস্টার ব্যবহার করা যাবে না? Ahmed Reza Khan (আলাপ) ১৮:২১, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan, অ্যাঞ্জেল ডিজিটালেরটিও আসল নয়। আসলটি পাওয়া না গেলে আমার মনে হয় অন্য কোনও বানানো পোস্টার দেওয়া উচিত হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩২, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, আরও প্রচুর নিবন্ধে দেখেছি অরিজিনাল পোস্টারের বদলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের বানানো পোস্টার দিতে। Angel Digital, Klikk-এর বানানো পোস্টারও দিতে দেখেছি অনেক। তাছাড়া ইংরেজি উইকিপিডিয়ায়ও পুরনো বিভিন্ন চলচ্চিত্রের নিবন্ধে চলচ্চিত্রের ডিভিডির প্রচ্ছদ এড করতে দেখেছি। আর পোস্টার যোগের ক্ষেত্রে আমি চেষ্টা করি অরিজিনাল পোস্টার পাওয়া না গেলে কোনো উল্লেখযোগ্য প্ল্যাটফর্মের তৈরি পোস্টার দিতে। Klikk-ও মোটামুটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম, এর নিবন্ধও আছে উইকিপিডিয়ায়। এই দেখুনAhmed Reza Khan (আলাপ) ১৮:৪১, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, আমরা ক্যাপশনে লিখে দিতে পারি যে অমুক প্ল্যাটফর্মের প্রকাশিত পোস্টার। Ahmed Reza Khan (আলাপ) ১৮:৪২, ২৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন