চার্লস মেসিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস মেসিয়ার
চার্লস মেসিয়ার
জন্ম(১৭৩০-০৬-২৬)২৬ জুন ১৭৩০
মৃত্যু১২ এপ্রিল ১৮১৭(1817-04-12) (বয়স ৮৬)
জাতীয়তাফরাসি
পরিচিতির কারণমেসিয়ার ক্যাটালগ
পুরস্কারCross of the Legion of Honor
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতির্বিজ্ঞান

চার্লস মেসিয়ার (ফরাসি : [ʃaʁl me.sje]; ২৬ জুন ১৭৩০ - ১২ এপ্রিল ১৮১৭) ছিলেন একজন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী। তিনি ১১০টি নীহারিকা এবং অস্বচ্ছ তারা স্তবকের সমন্বয়ে একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ক্যাটালগ প্রকাশ করেছিলেন, যা মেসিয়ার অবজেক্টস হিসাবে পরিচিতি লাভ করেছিল। ক্যাটালগটির উদ্দেশ্য ছিল জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষকদের আকাশে স্থায়ী এবং ক্ষণস্থায়ী দৃষ্টি বিচ্ছুরিত বস্তুর মধ্যে পার্থক্য করতে সহায়তা করা।

জীবনী[সম্পাদনা]

মেসিয়ার ফ্রান্সের লোরেন অঞ্চলের ব্যাডনভিলারে ফ্রান্সোয়েস বি. গ্র্যান্ডব্লেইসের বারো সন্তানের মধ্যে দশম সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। তার ছয় ভাই-বোন অল্প বয়সে মারা গিয়েছিল এবং তাঁর বাবা ১৭৪১ সালে মারা যান। ১৭৪৪ সালে ছয়টি লেজযুক্ত ধূমকেতুর আবির্ভাব এবং ১৭৪৮ সালের ২৫ জুলাই তার শহর থেকে একটি বলয়াকার সূর্যগ্রহণ দেখতে পাওয়ার মধ্য দিয়ে চার্লসের জ্যোতির্বিজ্ঞানের আগ্রহ সৃষ্টি হয় ।

মেসিয়ার ১৩টি ধূমকেতু আবিষ্কার করেছেন:[১]

  • সি / ১৭৬০ বি১ (মেসিয়ার) সি / ২৭৬০
  • সি / ১৭৬৩ এস১ (মেসিয়ার)
  • সি / ১৭৬৪ এ১ (মেসিয়ার)
  • সি / ১৭৬৬ ই১ (মেসিয়ার)
  • সি / ১৭৬৯ পি১ (মেসিয়ার)
  • ডি / ১৭৭০ এল১ (লেক্সেল)
  • সি / ১৭৭১ জি১ (মেসিয়ার)
  • সি / ১৭৭৩ টি১ (মেসিয়ার)
  • সি / ১৭৮০ ইউ২ (মেসিয়ার)
  • সি / ১৭৮৮ ডব্লিউ১ (মেসিয়ার)
  • সি / ১৭৯৩ এস২ (মেসিয়ার)
  • সি / ১৭৯৮ জি১ (মেসিয়ার)
  • সি / ১৭৮৫ এ১ (মেসিয়ার - মাচেইন )
পের লাশেজে মেসিয়ারের কবর

উত্তরাধিকার[সম্পাদনা]

মেসিয়ারের শহর ব্যাডনভিলারের স্মরণীয় ফলক

তাঁর সম্মানে চন্দ্র গর্ত মেসিয়ার এবং গ্রহাণু ৭৩৫৯ মেসিয়ার নামকরণ করা হয়েছিল। [২]

আরও দেখুন[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

  1. Meyer, Maik। "Catalog of comet discoveries"। ১৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০০৮ 
  2. Schmadel, Lutz D.; International Astronomical Union (২০০৩)। Dictionary of minor planet namesSpringer-Verlag। পৃষ্ঠা 592–593। আইএসবিএন 978-3-540-00238-3। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১১ 

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]