বিষয়বস্তুতে চলুন

বুরবোঁ পুনর্নির্মাণ

স্থানাঙ্ক: ৪৮°৪৯′ উত্তর ২°২৯′ পূর্ব / ৪৮.৮১৭° উত্তর ২.৪৮৩° পূর্ব / 48.817; 2.483
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বোরবন পুনর্নির্মাণ থেকে পুনর্নির্দেশিত)
ফ্রান্সের রাজ্য

Royaume de France
১৮১৪–১৮১৫
১৮১৫–১৮৩০
ফ্রান্সের জাতীয় পতাকা
পতাকা
ফ্রান্সের আর্মস রয়্যাল কোট
আর্মস রয়্যাল কোট
নীতিবাক্য: Montjoie Saint Denis!
"Mountjoy Saint Denis!"
জাতীয় সঙ্গীত: লে রেতুওর দি প্রান্স ফোন্সে আ পারি
"প্যারিসে ফরাসি রাজকুমারের প্রত্যাবর্তন"
১৮১৫ সালে ফ্রান্সের রাজ্য
১৮১৫ সালে ফ্রান্সের রাজ্য
রাজধানীপ্যারিস
প্রচলিত ভাষাফ্রান্স
ধর্ম
রোমান ক্যাথলিক[]
সরকারসাংবিধানিক রাজতন্ত্র
্রাজা 
• ১৮১৪–১৮১৫, ১৮১৫-১৮২৪
লুইস XVIII
• ১৮১৪–১৮৩০
চার্লস X
• ১৮৩০ (দে জুরি )
লুইস XIX
• ১৮৩০ (দে জুরি)
হেনরি V
প্রধানমন্ত্রী 
• ১৮১৫
চার্লস দে বেনেবেন্তো (প্রথম)
• ১৮২৯–১৮৩০
জুলস দে পোলিঞাক (শেষ)
আইন-সভাসংসদ
সমকক্ষদের চেম্বার
ডেপুটি চেম্বার
ইতিহাস 
৬ই এপ্রিল ১৮১৪
৩০শে মে ১৮৩০
৪ঠা জুন ১৮১৪
২০শে মার্চ – ৭ই জুলাই ১৮১৫
৬ই এপ্রিল ১৮২৩
২৬শে জুলাই ১৮৩০
আয়তন
১৮১৫৫,৬০,০০০ বর্গকিলোমিটার (২,২০,০০০ বর্গমাইল)
মুদ্রাফরাসি ফ্রাঙ্ক
পূর্বসূরী
উত্তরসূরী
প্রথম ফরাসি সাম্রাজ্য
জুলাই রাজকীয়

বুরবোঁ পুনর্নির্মাণ ফ্রান্সের ইতিহাসের একটি পর্ব, যখন ১৮১৪-১৮১৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট নাপোলেওঁ বোনাপার্তের (নেপোলিয়ন) পতনের পর বুরবোঁ রাজবংশ দেশটির ক্ষমতায় ফেরত আসে। এই দ্বিতীয় বুরবোঁ পুনর্নির্মাণ পর্বটি ১৮৩০ সালের জুলাই বিপ্লব পর্যন্ত অব্যাহত ছিল। এসময় প্রয়াত রাজা ষোড়শ লুইয়ের দুই ভাই সপ্তদশ লুই (১৮১৪-১৮১৫, ১৮১৫-১৮২৪) এবং দশম শার্ল (১৮২৪-১৮৩০) ফ্রান্স শাসন করেন। এসময় ফরাসি রাজতন্ত্রের নির্বাসিত সমর্থকেরা দেশে প্রত্যাবর্তন করে, যদিও এর আগে ফরাসি বিপ্লব ফ্রান্সে গভীর পরিবর্তন সাধন করেছিল। নেপোলিয়নীয় যুদ্ধসমূহের কারণে অবসন্ন ফ্রান্স রাজ্যটি এসময় দেশের ভেতরে ও বাইরে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ একটি সময় পার করে, দেশে স্থিতিশীল অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে ও শিল্পায়নের গোড়াপত্তন হয়।[]

জনসংস্কৃতিতে

[সম্পাদনা]

লোরঁ বুতোনা পরিচালিত এবং গাস্পার উ্যলিয়েল এবং মারি-জোযে ক্রোজ অভিনীত ফরাসি ঐতিহাসিক চলচ্চিত্র [জাকু ল্য ক্রোকঁ]] (Jacquou le Croquant) বুরবোঁ পুনর্নির্মাণের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়।

সাহিত্য

[সম্পাদনা]
  • লা মিজারেবল, ভিক্তর উ্যগো রচিত উপন্যাস, যা নেপোলিয়নের মৃত্যুর ১০০ দিন পরে রচিত এবং যাতে তাঁর মৃত্যুর বিশ বছর পরবর্তী সময়কে দেখানো হয়েছে।
  • দ্যা রেড এন্ড দ্যা ব্ল্যাক, স্তঁদাল এর রচিত সর্বশেষ শাসনামল নিয়ে উপজীব্য উপন্যাস।
  • লা কোমেদি উ্যমেন, প্রায় ১০০টি উপন্যাসের একটি অনুক্রম এবং ওনোরে দ্য বালজাক রচিত নাটকসমূহ, যা পুনর্নির্মাণ এবং জুলাই রাজকীয় সময়ের একটি সঙ্কলন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Furet 1995, পৃ. 271।
  2. Sauvigny 1966

বহিঃসংযোগ

[সম্পাদনা]