চাদ হ্রদ
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
চাদ হ্রদ | |
---|---|
![]() Map of lake and surrounding region | |
স্থানাঙ্ক | |
ধরন | Endorheic |
প্রাথমিক অন্তর্প্রবাহ | Chari River |
প্রাথমিক বহিঃপ্রবাহ | Soro & Bodélé Depressions |
অববাহিকার দেশসমূহ | Chad, Cameroon, Niger, Nigeria |
পৃষ্ঠতল অঞ্চল | 1,350 km²[১] |
গড় গভীরতা | 1.5 m |
সর্বাধিক গভীরতা | 11 m |
পানির আয়তন | 10.8 km³ |
উপকূলের দৈর্ঘ্য১ | 650 km |
পৃষ্ঠতলীয় উচ্চতা | 280 m |
তথ্যসূত্র | [১] |
১ উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি। |
চাদ হ্রদ মধ্য আফ্রিকাতে চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গমস্থলে অবস্থিত একটি হ্রদ। এটি সমুদ্র সমতল থেকে ২৫০ মিটার উচ্চতায় অবস্থিত। প্রধানত চারি ও লোগোন নদী চাদ হ্রদের পানি সরবরাহ করে। যদিও হ্রদটি থেকে কোন বহির্গামী জলধারা নেই, তা সত্ত্বেও বাষ্পীভবন এবং ভূগর্ভস্থ চোঁয়ানোর ফলে হ্রদটির আকার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্ষাকালে হ্রদটির আয়তন প্রায় ২৫,০০০ বর্গকিলোমিটার হয়। কিন্তু শুষ্ক মৌসুমে এর আয়তন কমে মাত্র ১০,০০০ বর্গকিলোমিটার হয়ে যেতে পারে। হ্রদের গভীরতা উত্তর-পশ্চিমে ১ মিটার থেকে দক্ষিণে ৬ মিটার পর্যন্ত হয়। হ্রদের পূর্ব প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে, যেগুলিতে মনুষ্যবসতি আছে। ১৮২৩ সালে একদল ব্রিটিশ অভিযাত্রী প্রথম ইউরোপীয় হিসেবে হ্রদটির দেখা পান।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Lake Chad: Experiences and Lessons Learned in Brief" (PDF)। www.worldlakes.org। ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |