ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা
ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা (তিব্বতি: ངག་དབང་འཇིགས་མེད་གྲགས་པ, ওয়াইলি: ngag dbang 'jigs med grags pa) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের ষষ্ঠ ও অন্তিম রাজা ছিলেন।
রাজ্যাভিষেক
[সম্পাদনা]ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা রিং-স্পুংস-পা রাজবংশের চতুর্থ রাজা ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যালের তৃতীয় পুত্র ও পঞ্চম রাজা দোন-'গ্রুব-ত্শে-ব্র্তান-র্দো-র্জের ভ্রাতা ছিলেন। দোন-'গ্রুব-ত্শে-ব্র্তান-র্দো-র্জের মৃত্যু হলে তিনি পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে বসেন। ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা বহু সংস্কৃত গ্রন্থের অনুবাদ করেন এবং একজন বিদ্বান রাজা হিসেবে তিব্বতে সমাদৃত ছিলেন।[১][২][৩][৪]
রাজ্যের পতন
[সম্পাদনা]ঝিগ-শাগ-পা-ত্শে-ব্র্তান-র্দো-র্জে নামক রিং-স্পুংস-পা রাজবংশের এক আত্মীয় ও সাম-গ্রুব-ত্সে দুর্গের অধিপতি ১৫৫৭ খ্রিষ্টাব্দে রিং-স্পুংস-পা রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।। এই সময় তিনি রিং-স্পুংস-পা রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহকারী অন্যান্য সকল শক্তিগুলিকে সহায়তা করতে থাকেন। ১৫৬৫ খ্রিষ্টাব্দে তিনি পানাম ল্হুনদ্রুপ ক্যুংত্সে অবরোধ করলে কুন-ম্খ্যেন-পাদ-মা-দ্কার-পো নামক 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের চতুর্থ র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন। কিন্তু ১৫৬৬ খ্রিষ্টাব্দে ন্যাংতোদ অঞ্চলে এক নতুন যুদ্ধের সূচনা হলে কুন-ম্খ্যেন-পাদ-মা-দ্কার-পোর মধ্যস্থতায় ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা সমগ্র পানাম অঞ্চলটি ঝিগ-শাগ-পা-ত্শে-ব্র্তান-র্দো-র্জেকে সমর্পণ করে দিতে সম্মত হন। এরফলে রিং-স্পুংস-পা রাজবংশের প্রভাব মধ্য তিব্বত থেকে অন্তর্হিত হয়। কিছু সময় পরে দাওয়া জাংপো এবং গেওয়া পাল নামক দুই পুত্রকে রেখে রাজা ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পার মৃত্যু হলে রিং-স্পুংস-পা রাজ্য ভেঙ্গে পড়ে এবং ঝিগ-শাগ-পা-ত্শে-ব্র্তান-র্দো-র্জে নতুন গ্ত্সাং-পা রাজবংশ স্থাপন করে মধ্য তিব্বতের নতুন শক্তি হিসেবে উঠে আসেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, Leiden 2010, p. 279
- ↑ Sarat Chandra Das, 'Contributions on the Religion, History, etc., of Tibet', Journal of the Asiatic Society of Bengal' 151-1 1881, p. 246
- ↑ http://www.telegraph.co.uk/culture/3669971/The-road-to-Shangri-La.html.
- ↑ Ram Rahul, March of Central Asia, New Delhi 2000, p. 47.
- ↑ Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, Leiden 2010, p. 280
পূর্বসূরী দোন-'গ্রুব-ত্শে-ব্র্তান-র্দো-র্জে |
ঙ্গা-দ্বাং-'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা ষষ্ঠ রিং-স্পুংস-পা শাসক |
উত্তরসূরী |