ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল (রিনপুংপা)
ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল (তিব্বতি: ངག་དབང་རྣམ་རྒྱལ, ওয়াইলি: ngag dbang rnam rgyal) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের চতুর্থ রাজা ছিলেন।
রাজ্যাভিষেক
[সম্পাদনা]ঙ্গজ্ঞ-দ্বাং-র্নাম-র্গ্যাল রিং-স্পুংস-পা রাজবংশের রাজপুরুষ গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জের পুত্র ছিলেন।[১] ১৫১০ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যু হলে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের নবম রাজা ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস-গ্রাগ্স-পার সঙ্গে রিং-স্পুংস-পা রাজবংশের তৎকালীন রাজা দোন-য়োদ-র্দো-র্জের বিরোধ শুরু হলে দোন-য়োদ-র্দো-র্জের আদেশে ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল গ্যেলাদ্রিং নামক স্থান অধিকারে উদ্দেশ্যে সামরিক অভিযান করেন, কিন্তু বেশিদিন ঐ বিরোধ স্থায়ী হয়নি। ১৫১২ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জে অপুত্রক অবস্থায় মৃত্যুবরণের সময় নাকার্ত্সে নামক স্থানের অধিবাসী জিলোনপা নামক এক ব্যক্তিকে উত্তরাধিকারী নির্বাচিত করে যান।[২] কিন্তু ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল দ্রুত সিংহাসন অধিকারে সক্ষম হন।[৩]
সামরিক অভিযান
[সম্পাদনা]জিলোনপা এবং ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল উভয়েই তাদের পূর্বসূরী দোন-য়োদ-র্দো-র্জের চেয়ে অনেক কম সফলতা অর্জন করেন। ১৫১৫ খ্রিষ্টাব্দে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের সাথে পুনরায় বিরোধ শুরু হয়। রিং-স্পুংস-পা রাজবংশের অধীনে থাকা গ্যাখার্ত্সে তাদের আনুগত্য পাল্টে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অধীনে চলে যায়।[৪] লাসা থেকে রিং-স্পুংস-পার সৈন্যদল বিতাড়িত হয় এবং কুড়ি বছর পরে দ্গে-লুগস সম্প্রদায়ের বৌদ্ধদের লো-গ্সার বা তিব্বতী নববর্ষের দিনে উদ্যাপন করার জন্য স্মোন-লাম-ছেন-মো নামক উৎসব পালনের সুযোগ পান।[৫][৬] ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল থুস, সেঙ্গেত্সে, লাতোদ, ল্হো প্রভৃতি স্থান অধিকার করে তার রাজ্যের আয়তন সঙ্কোচনকে অনেকটাই পূরণ করতে পেরেছিলেন।[১][৩][৭]
সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা
[সম্পাদনা]ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল বিদ্যা, ধর্ম ও শিল্পচর্চার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি প্রাচীন তিব্বত সাম্রাজ্যে পোশাক ও অলঙ্কার পরিধানের রিনছেন গ্যেনছা নামক রীতির পুনরায় প্রচলন করেন। রেশমের কাপড়ের ওপর ঙ্গাক দ্রুপমার বিখ্যাত চিত্রকলাটিও তার আমলেই চিত্রিত হয়।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Giuseppe Tucci, Tibetan Painted Scrolls, Rome 1949, p. 642.
- ↑ Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma, Rome 1971, pp. 229-30.
- ↑ ক খ Sarat Chandra Das, 'Contributions on the Religion, History, etc., of Tibet', Journal of the Asiatic Society of Bengal 12 1881, p. 246.
- ↑ Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma, Rome 1971, p. 231
- ↑ Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History, Yale 1967, p. 88
- ↑ Wang Furen & Suo Wenqing, Highlights of Tibetan History, Beijing 1984, p. 85.
- ↑ ক খ Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, 2010, p. 278
পূর্বসূরী দোন-য়োদ-র্দো-র্জে |
ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল চতুর্থ রিং-স্পুংস-পা শাসক |
উত্তরসূরী দোন-'গ্রুব-ত্শে-ব্র্তান-র্দো-র্জে |