বিষয়বস্তুতে চলুন

গ্র্যান্ড থেফট অটো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গ্র্যান্ড ঠেফট অটো (সিরিজ) থেকে পুনর্নির্দেশিত)
গ্র্যান্ড থেফট অটো
ডেভেলপাররকস্টার নর্থ
(পূর্বের ডিএমএ ডিজাইন)
রকস্টার লিড
রকস্টার টরোন্টো
রকস্টার লিঙ্কন
পরিবেশকরকস্টার গেমস
ক্যাপকম (জাপান, ২০০১-২০০৮)
পটভূমিএনড্রয়েড
ড্রিমক্যাস্ট
গেমবয় কালার
গেম বয় এডভান্স
আইওএস
মাইক্রোসফট উইন্ডোজ
এমএস-ডস
নাইটেনডো ডোস
ম্যাক ওএস
প্লে স্টেসন
প্লে স্টেসন ২
প্লে স্টেসন ৩
প্লে স্টেসন পোর্টেবল
এক্সবক্স
এক্সবক্স ৩৬০
প্রথম প্রকাশগ্র্যান্ড থেফট অটো
২৮ নভেম্বর ১৯৯৭
সর্বশেষ প্রকাশগ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রাইলজি - দ্য ডেফিনিটিভ এডিশন
১১ নভেম্বর ২০২১


গ্র্যান্ড থেফট অটো (ইংরেজি: Grand Theft Auto), যার সংক্ষিপ্ত রূপ জিটিএ, একটি ব্রিটিশ ভিডিও গেম সিরিজ যা ডেভিড জনস এবং মাইক ডেইলি দ্বারা নির্মিত,[] পরে দুই ভাই স্যাম এবং ড্যান হাউসার এবং যাখ্রি ক্লার্ক। এটি মূলত রকস্টার নর্থ (পূর্বের ডিএমএ ডিজাইন) দ্বারা ডেভেলপড এবং রকস্টার গেমস দ্বারা প্রকাশিত। এই সিরিজের নাম গ্র্যান্ড থেফট অটো রাখার কারণ গ্র্যান্ড থেফট অটো অপরাধ, যা মূলত যানবাহন সংক্রান্ত অপরাধকে নিয়ে।

এই সিরিজের শহরগুলো মূলত আমেরিকার শহরগুলোকে আদর্শ করেই বানানো হয়েছে। যেমন ভাইস সিটি, লিবার্টি সিটি, স্যান এন্ড্রিয়াস; মায়ামি, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াকে আদর্শ ভেবে করা হয়েছে। আগে এই তিনটি কল্পিত শহরকে কেন্দ্র করেই গেম নির্মাণ করা হত। কিন্তু বর্তমানে নতুন গেমগুলো একটিকে কেন্দ্র করেই করা হয়, যা প্রত্যন্ত এলাকা। বর্তমানে গেমগুলো মুক্ত চেতনাকে কেন্দ্র করে তৈরি হয় যেখানে খেলোয়াড়েরা নিজেদের মত করে গেম সাজাতে পারে। এই গেমে সাধারণত হাস্যরসের মাধ্যমে আমেরিকার সংস্কৃতিকে তুলে ধরা হয়, কিন্তু এটি গেমের ভিতরের প্রাপ্তবয়স্কদের অস্বাভাবিকতা এবং উগ্র মানসিকতা ধারণ করার জন্য বিতর্কিত। এই গেমে দেখান হয় কীভাবে একজন অপরাধী খারাপ কাজের মাধ্যমে মর্যাদার সাথে অপরাধ জগতে প্রধান চরিত্রে অভির্ভূত হয় । যে তার নেতা এবং অপরাধী সহকর্মীদের সাথে বা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং অপরাধীদের সবকিছুর অধিষ্ঠাতা বনে যায়।

ভিডিও গেম ডেভেলপার ডিএমএ ডিজাইন প্রথম ১৯৯৭ সালে শুরু করে। এই সিরিজের তৃতীয় গেমের নাম ছিল গ্র্যান্ড থেফট অটো ৩ যা ব্যাপকভাবে প্রশংসিত হয় কারণ তারা থ্রীডি সেটিংস গেমে সংযোজন করে। অনেক বিখ্যাত গায়ক এবং অভিনেতা এই সিরিজে কণ্ঠ দেন। এটি এখন পর্যন্ত জনপ্রিয়তা এবং বাণিজ্যিক উভয় দিক থেকেই সবচেয়ে সফল ভিডিও গেম, ২০১৩র সেপ্টেম্বর পর্যন্ত ১৫ কোটি ইউনিট গ্র্যান্ড থেফট অটো বিক্রি হয়েছে।

গেমস তৈরির পূর্বকথা

[সম্পাদনা]

১৯৯৫ সালে রাসেল কে, স্টিভ হেমন্ড, ডেভিড জোনস এবং মাইক ডেইলি এই চার বন্ধু মিলে গেমটি তৈরি করেন। ডেভিড জোনস ছিলেন একজন কম্পিউটার প্রোগ্রামার এবং তার নিজস্ব একটি ভিডিও গেমস তৈরির প্রতিষ্ঠান ছিল[]। তারা গেমসটির প্রধান চরিত্র হিসেবে একজন পুলিশ কর্মকর্তাকে রাখতে চেয়েছিলেন। তারা একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন খেয়াল করেন একটি দোকানের ভেতরে কিছু গ্যাংস্টার দোকানের মালিককে চাঁদা না দেওয়ার জন্য মারছে। হঠাৎ করে ঘটনাস্থলে পুলিশ আসলে গ্যাংস্টারা পালিয়ে যায় এবং পুলিশ তাদের চেষ্টা করেও ধরতে সক্ষম হয় না। ডেভিড জোনস এবং মাইক ডেইলিকে প্রত্যক্ষদর্শী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের কর্মস্থলে ফিরে আসলে তারা বুঝতে পারেন কেন্দ্রীয় চরিত্র হিসেবে পুলিশের বদলে গ্যাংস্টার রাখবেন। এতে গেমস এর আকর্ষণীয়তা বাড়বে। এছাড়াও পুলিশ হয়ে ভিলেনের পেছনে ঘোরার চেয়ে ভিলেন হয়ে পুলিশকে পেছনে ঘোরানোতে বেশি মজা পাওয়া যাবে।

গেমসমূহ

[সম্পাদনা]
বছর শিরোনাম প্রস্তুতকারক প্লাটফর্ম ধরণ[]
গেইমিং কন্সোল কম্পিউটার হ্যান্ডহেল্ড মোবাইল
১৯৯৭ গ্র্যান্ড থেফট অটো রকস্টার নর্থ ডিজাইন পিএস১ গেম বয় কালার টুডি
১৯৯৯ গ্র্যান্ড থেফট অটো: লন্ডন, ১৯৬৯ পিএস১
  • উইন্ডোজ
  • এমএস-ডোজ
গ্র্যান্ড থেফট অটো: লন্ডন, ১৯৬১ উইন্ডোজ
গ্র্যান্ড থেফট অটো ২ উইন্ডোজ জিবিসি
২০০১ গ্র্যান্ড থেফট অটো ৩
থ্রিডি
২০০২ গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি রকস্টার নর্থ
  • উইন্ডোজ
  • ম্যাক ওএস
২০০৪ গ্র্যান্ড থেফট অটো: স্যান আন্দ্রেয়াস
গ্র্যান্ড থেফট অটো এডভান্স ডিজিটাল একলিপ্স জিবিএ
২০০৫ গ্র্যান্ড থেফট অটো: লিবার্টি সিটি স্টোরিস রকস্টার লিডস পিএস২1 পিএসপি
২০০৬ গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি স্টোরিস পিএস২1 পিএসপি
২০০৮ গ্র্যান্ড থেফট অটো ৪ রকস্টার নর্থ
উইন্ডোজ এইচডি
২০০৯ গ্র্যান্ড থেফট অটো: দ্যা লস্ট এন্ড ড্যামেড
  • পিএস ৩3
  • এক্সবক্স ৩৬০
উইন্ডোজ3
গ্র্যান্ড থেফট অটো: চায়নাটাউন ওয়ারস্ রকস্টার লিডস
  • আইওএস
  • এনড্রয়েড
  • ফায়ারফক্স অপারেটিং সিস্টেম
গ্র্যান্ড থেফট অটো: দ্যা বালাদ অফ গেয় টনি রকস্টার নর্থ
  • পিএস৩
  • এক্সবক্স ৩৬০
উইন্ডোজ
২০১৩ গ্র্যান্ড থেফট অটো ৫
উইন্ডোজ
২০২১ গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রাইলজি - দ্য ডেফিনিটিভ এডিশন গ্রূভ স্ট্রিট গেমস উইন্ডোজ
এন্ড্রোয়েড
আইওএস
প্রকাশ কালের সময়সীমা
১৯৯৭ – গ্র্যান্ড থেফট অটো
১৯৯৯ – গ্র্যান্ড থেফট অটো ২
২০০১ – গ্র্যান্ড থেফট অটো ৩
২০০২ – গ্র্যান্ড থেফট অটো : ভাইস সিটি
২০০৪ – গ্র্যান্ড থেফট অটো: স্যান আন্দ্রেয়াস
২০০৫ – গ্র্যান্ড থেফট অটো: লিবার্টি সিটি স্টোরিস
২০০৬ – গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি স্টোরিস
২০০৮ – গ্র্যান্ড থেফট অটো ৪
২০০৯ – গ্র্যান্ড থেফট অটো: দ্যা লস্ট এন্ড ড্যামেড

গ্র্যান্ড থেফট অটো: চায়নাটাউন ওয়ারস্

গ্র্যান্ড থেফট অটো: দ্যা বালাদ অফ গেয় টনি

২০১৩ – গ্র্যান্ড থেফট অটো ৫
২০২১ – - গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রাইলজি - দ্য ডেফিনিটিভ এডিশন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জিটিএ: "মেক্স ক্লিফরড এটি সম্ভব করলেন" | গেমস ইন্ডাস্ট্রি"। গেমসইন্ডাস্ট্রিডটবিয। ২২ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বার ২০১৩  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. http://www.prothomalo.com/technology/article/91081/গ্র্যান্ড-থেফট-অটো
  3. Rockstar। "Grand Theft Auto III: Your Questions Answered – Part One (Claude, Darkel & Other Characters)"Rockstar: The “universes” are the worlds interpreted at different definitions, 2D, 3D and high definition, so we felt brands and radio / back ground characters would exist in both, but 3 dimensional characters would not. 

বহিঃসংযোগ

[সম্পাদনা]