গ্রাগ্স-পা-সেং-গে
গ্রাগ্স-পা-সেং-গে (তিব্বতি: གྲགས་པ་སེང་གེ, ওয়াইলি: grags pa seng ge) (১২৮৩-১৩৪৯) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রথম ঝ্বা-দ্মার-পা ছিলেন।
শিক্ষা
[সম্পাদনা]গ্রাগ্স-পা-সেং-গে ১২৮৩ খ্রিষ্টাব্দে তিব্বতের স্পোম-পো (ওয়াইলি: spom po) নামক স্থানে শা পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তেরো বছর বয়সে তিনি ব্লো-গ্রোস-গ্রাগ্স-পা (ওয়াইলি: blo gros grags pa) নামক এক বৌদ্ধভিক্ষুর নিকট দীক্ষা নেন। তিনি য়ে-শেস-সাং-গে (ওয়াইলি: ye shes seng ge) নামক এক সাধকের নিকট বজ্রবরাহী সাধন পদ্ধতি সম্বন্ধে জ্ঞানলাভ করেন। তেইশ বছর বয়সে তিনি ম্ত্শুর-ফু (ওয়াইলি: mtshur phu) বৌদ্ধবিহারে কালচক্র, চক্রসম্বর, হেবজ্র ও গুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি ছ্য় বছর ধরে গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu) বৌদ্ধবিহারে ব্লা-ছোস-বা-'জাম-দ্ব্যাং-শাক্য-গ্ঝোন-নু (ওয়াইলি: bla chos ba 'jam dbyang shAkya gzhon nu) এবং ব্লো-গ্রোস-ম্ত্শুংস-মেদ (ওয়াইলি: blo gros mtshungs med) নামক দুইজন পন্ডিতের নিকট প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে অধ্যয়ন করে ব্যুৎপত্তি অর্জন করেন। আঠাশ বছর বয়সে রাং-'ব্যুং-র্দো-র্জে নামক কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-বা-কার্মা-পা তাকে ব্কা'-ব্র্গ্যাদ (ওয়াইলি: bka' brgyad) ও না-রো-ছোস-ব্রুগ (ওয়াইলি: na ro chos brug) সম্বন্ধে শিক্ষাদান করেন। এরপর তিনি ওড্ডিয়ান যাত্রার জন্য মনস্থির করে জো-মো-নাং নামক স্থানে পৌছলে জো-নাং ধর্মসম্প্রদায়ের ব্যাং-সেম-র্গ্যাল-বা-য়ে-শেস নামক কালচক্র বিষয়ক পন্ডিতের কাছ থেকে তিনি জানতে পারেন ভারতে বৌদ্ধধর্মের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। এই সংবাদে তিনি যাত্রার ইচ্ছা ত্যাগ করে এই পন্ডিতের নিকট কালচক্র সম্বন্ধে এক বছর ধরে শিক্ষালাভ করেন।[১]
পরবর্তী জীবন
[সম্পাদনা]এরপর তিনি স্ক্যিদ-রোং অঞ্চলে মি-লা-রাস-পার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং তিন বছর ঐ স্থানে সাধনায় লিপ্ত থাকেন। তিনি এরপর গ্ঝোন-নু-ব্যাং-ছুব (ওয়াইলি: gzhon nu byang chub) ও ব্ক্রা-শিস-রিন-ছেন (ওয়াইলি: bkra shis rin chen) নামক দুই বৌদ্ধ ভিক্ষুর নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। ১৩৩৩ খ্রিষ্টাব্দে রাং-'ব্যুং-র্দো-র্জে বা ছু-স্গোম-মা-ব্সাম-গ্তান-র্গ্যান (ওয়াইলি: chu sgom ma bsam gtan rgyan) তার এক শিষ্যার নির্দেশে গ্রাগ্স-পা-সেং-গে তিনি গাস-নাং বৌদ্ধবিহার স্থাপন করেন। এর কয়েক বছর পর তিনি য়াং-দ্গোন (ওয়াইলি: yang dgon) নামে একটি সংঘ নির্মাণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Gardner, Alexander (2009-12)। "The First Zhamarpa, Drakpa Sengge"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-11। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
[সম্পাদনা]- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 523–532.
পূর্বসূরী |
গ্রাগ্স-পা-সেং-গে প্রথম ঝ্বা-দ্মার-পা |
উত্তরসূরী ম্খা'-স্প্যোদ-দ্বাং-পো |