বিষয়বস্তুতে চলুন

গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে

গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে (তিব্বতি: གཙང་པ་རྒྱ་རས་ཡེ་ཤེས་རྡོ་རྗེ, ওয়াইলি: gtsang pa rgya ras ye shes rdo rje) (১১৬১ - ১২১১) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রথম র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা বা প্রধান।

গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জের ১১৬১ খ্রিষ্টাব্দে তিব্বতের হা-বো-গাংস-ব্জাং (ওয়াইলি: ha bo gangs bzang) নামক স্থানে র্গ্যা নামক পরিবারগোষ্ঠীর এক পরিবারে সাত ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ রূপে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা তাকে এক বোন ধর্মাবলম্বী ব্যক্তিকে দান করলে তিনি এই শিশুর নাম রাখেন গ্যুং-দ্রুং-দ্পাল (ওয়াইলি: g.yung drung dpal)। গ্যুং-দ্রুং-দ্পালের আট বছর বয়সে তার মাতার মৃত্যু হয়।[]

শিক্ষা

[সম্পাদনা]

গ্যুং-দ্রুং-দ্পালের বয়স যখন বারো বছর, তখন তার জ্যৈষ্ঠ ভ্রাতা স্কাল-লদান (ওয়াইলি: skal ldan) তাকে গ্ত্সাং-রোং (ওয়াইলি: gtsang rong) নামক স্থানে র্তা-থাং-পা (ওয়াইলি: rta thang pa) নামক শিক্ষকের কাছে নিয়ে গেলে, সেখানে তিনি তিন বছর শিক্ষালাভ করেন। পনেরো বছর বয়স হলে তিনি ম্খার-লুং-পা (ওয়াইলি: mkhar lung pa) নামক বৌদ্ধ শিক্ষকের নিকট আট বছর ধরে অভিধর্ম ও অতিযোগ তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গ্লিং-রাস-পা-পাদ-মা-র্দো-র্জের নিকট শিক্ষালাভ করেন। ১১৯৩ খ্রিষ্টাব্দে ঝাং-গ্যু-ব্রাগ-পা-ব্র্ত্সোন-'গ্রুস-গ্রাগ্স-পার নির্দেশে তিনি বৌদ্ধ ভিক্ষুতে পরিণত হন।[]

গ্তের-মা উদ্ধার

[সম্পাদনা]

গ্লিং-রাস-পা-পাদ-মা-র্দো-র্জের নির্দেশে তিনি ম্খার নদী উপত্যকায় যেতে নির্দেশ দিলে গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে সেখানে ভারতীয় পণ্ডিত তিপু পার রচিত রো-স্ন্যোম-স্কোর-দ্রুগ (ওয়াইলি: ro snyom skor drug) নামক একটি গ্রন্থকে উদ্ধার করেন। এই গ্রন্থ তিপু পার শিষ্য রাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পা ম্খার নদী উপত্যকায় লুকিয়ে রাখেন বলে প্রবাদ প্রচলিত ছিল।[]

পরবর্তী জীবন

[সম্পাদনা]

১১৯০ এর দশকে তিনি স্ক্যিদ নদীর তীরে ক্লোং-র্দোল বৌদ্ধবিহার স্থাপন করেন। ১২০৫ খ্রিষ্টাব্দে তিনি 'ব্রুগ বৌদ্ধবিহার' স্থাপন করেন। এই বৌদ্ধবিহার থেকেই 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর নামকরণ হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Martin, Dan (2008-08)। "The First Drukchen, Tsangpa Gyare Yeshe Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-08-18 {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)

আরো পড়ুন

[সম্পাদনা]
পূর্বসূরী
গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে
প্রথম র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা
উত্তরসূরী
কুন-দ্গা'-দ্পাল-'ব্যোর
পূর্বসূরী
গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে
রালুং বৌদ্ধবিহারের প্রথম প্রধান
উত্তরসূরী
দ্বোন-রাস-দার-মা-সেং-গে