গৌরীপুর রেলওয়ে স্টেশন (আসাম)
অবয়ব
গৌরীপুর রেলওয়ে স্টেশন (ভারত) | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | ধুবড়ী জেলা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°০৫′ উত্তর ৮৯°৫৮′ পূর্ব / ২৬.০৮° উত্তর ৮৯.৯৭° পূর্ব |
উচ্চতা | ৩২ মিটার (১০৫ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | নতুন জলপাইগুড়ি–নতুন বোঙ্গাইগাঁও রেলপথ নতুন কোচবিহার-গোলকগঞ্জ শাখা লাইন |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | GUP2 |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
গৌরীপুর রেলওয়ে স্টেশন ফকিরাগ্রাম-ধুবরি শাখা লাইন এবং নিউ কোচবিহার-গোলকগঞ্জ শাখা লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলায় অবস্থিত। এই স্টেশনটি গৌরীপুর শহরে পরিষেবা প্রদান করে। এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের আওতাধীন।