গোলাম সামদানী ফকির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড.

গোলাম সামদানী ফকির
জন্ম
ব্রাহ্মণবাড়িয়া
নাগরিকত্ববাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক
নিয়োগকারীগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
পরিচিতির কারণগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য
উপাধিউপাচার্য
মেয়াদ১৬ মে, ২০১৩ - আগস্ট ২০২৩
উত্তরসূরীমোহাম্মদ শরীফ উদ্দিন

গোলাম সামদানী ফকির একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

জীবনী[সম্পাদনা]

গোলাম সামদানী ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আতাউর রহমান ফকির এবং মাতা রাবেয়া খাতুন ফকির। ব্যক্তিজীবনে গোলাম সামদানী ফকির এক সন্তানের জনক।[১]

গোলাম সামদানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭৩ সালে অনার্স ও ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর রোমানিয়ার বুখারেস্টে ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক্সে পিএইচডি লাভ করেন।

১৯৮৪ সালে সামদানী ব্র্যাকে সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এনজিও ব্যবস্থাপনা ও নেতৃত্বদান বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের একাডেমিক প্রধানের দায়িত্ব পালন করেন। সামদানী ফকির ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্রাজুয়েট ইনস্টিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।[১][২]

২০১৩ সালের ১৬ মে গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন এবং পরবর্তীতে ২০১৭ সালে প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।[৩][৪]

শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য গোলাম সামদানী ফকির ভারতের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস প্রদত্ত গ্লোবাল অ্যাওয়ার্ড, র্যাপোর্ট বাংলাদেশের অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জর্জ হ্যারিসন অ্যাওয়ার্ড-২০১৬, অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদক-২০১৬ এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা পেয়েছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আবারও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য গোলাম সামদানী"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  2. শিক্ষাধারা। "ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বের একটি মান সম্মত বিশ্ববিদ্যালয় পরিণত হবে"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  3. "পুনরায় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক গোলাম সামদানী"risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  4. "Professor Dr Md Golam Samdani Fakir Appointed as Vice-Chancellor of Green University"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  5. "গ্রিন ইউনিভার্সিটির ভিসি অতীশ দীপঙ্কর স্বর্ণপদকে ভূষিত"campus.org.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩