গোলাম সবুর টুলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম সবুর টুলু
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
জানুয়ারি ২০০৮ – ২৬ জুলাই ২০১৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ জুলাই, ১৯৫৩
মৃত্যু২৬ জুলাই, ২০১৩
ভাঙ্গা, ফরিদপুর
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসুলতানা নাদিরা

গোলাম সবুর টুলু একজন বাংলাদেশী শিল্পপতি[১], রাজনীতিবিদ, ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।[২][৩] গোলাম সবুর টুলু ২০১৩ সালের জুলাইতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন।[৪][৫][৬]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সাবেক সাংসদ গোলাম সবুর টুলু বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মরহুম ফয়জদ্দিন হাওলাদারের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম।[৭]

রাজনৈতিক ক্যারিয়ার[সম্পাদনা]

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নবম জাতীয় সংসদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constituency 110"www.parliament.gov.bd। ২০১৮-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  2. "৯ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  3. "গোলাম সবুর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এমপি গোলাম সবুর টুলু সড়ক দুর্ঘটনায় নিহত"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  5. "গাড়ি খাদে, সাংসদ গোলাম সবুর নিহত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  6. "সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম সবুর টুলু নিহত"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "আজ এমপি গোলাম সবুর টুলুর মৃত্যু বাষিকী"patharghatanews.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২