গোলমাল (২০০৮-এর চলচ্চিত্র)
গোলমাল | |
---|---|
পরিচালক | স্বপন সাহা |
প্রযোজক | শ্রীমতি মুকুল সরকার |
রচয়িতা | মঞ্জিল ব্যানার্জি |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টোটা রায়চৌধুরী যীশু সেনগুপ্ত প্রিয়াঙ্কা ত্রিবেদী বর্ষা প্রিয়দর্শিনী |
সুরকার | অশোক ভদ্র |
চিত্রগ্রাহক | দেব রাজন |
মুক্তি | ৬ই জুন ২০০৮ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
গোলমাল স্বপন সাহা পরিচালিত একটি ২০০৮ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র। বহু তারকা অভিনীত এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, যীশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা ত্রিবেদী ও বর্ষা প্রিয়দর্শিনী বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।[১] এই চলচ্চিত্রটি মালয়ালম চলচ্চিত্র থেনকাসিপট্টনাম এর পুনর্নির্মাণ।
কাহিনি সারাংশ
[সম্পাদনা]প্রলয় (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) একজন অনাথ।যাকে কাকাবাবু (রজতাভ দত্ত) আশ্রয় দেয়। ঠিক সেভাবে তিনি অনাথ ভাই-বোন মৈনাক (টোটা রায়চৌধুরী) ও খুশিকেও (বর্ষা প্রিয়দর্শিনী) আশ্রয় প্রদান করেন। প্রলয়, মৈনাক এবং খুশি একসঙ্গে মানুষ হয়। ঠিক একটি পরিবারের মতো। তারা বড়ো হয়ে যাবার পর প্রলয় চাঁদনীকে (প্রিয়াঙ্কা ত্রিবেদী) ভালোবেসে ফেলে। চাঁদনী হলো স্থানীয় মস্তান ত্রিদিব বাবু-র (মৃণাল মুখোপাধ্যায়) কন্যা। প্রলয় ও মৈনাকের প্রায়সময়ই ত্রিদিব বাবুর চ্যালা-চামুন্ডদের সঙ্গে বচসা বাঁধে ও মারপিট লেগে থাকে। কাহিনিতে প্রবেশ হয় সঙ্গীতার (নম্রতা থাপা)। মৈনাক সঙ্গীতাকে ভালবাসে কিন্তু সঙ্গীতার প্রলয় এর প্রতি দুর্বলতা আছে। এ কথা জানতে পেরে প্রলয় ও মৈনাকের মাঝে ভুল বোঝাবোঝি তৈরী হয়। সিদ্ধার্থ (যীশু সেনগুপ্ত) খুশির কলেজে সহপাঠি। সে খুশিকে ভালোবাসলেও, তার প্রেম ব্যক্ত করার কোনো সুযোগ পাচ্ছিলনা। অবশেষে সে মৈনাক-প্রলয়ের কোম্পানিতে ম্যানেজার হিসেবে যোগ দেয়। কিছু ভুল বোঝাবোঝির কারণে সঙ্গীতার এটা মনে হয় যে প্রলয় তাকেই বিয়ে করবে, যদিও মৈনাকের মনে হয় যে প্রলয় ইতিমধ্যেই চাঁদনীকেই বিয়ে করবে বল স্থির হয়ে গেছে। এই এলোমেলো অবস্থায় হাস্য-দৃশ্য ততক্ষণ অবধি অব্যাহত থাকবে যতোক্ষণ না সবার কাছে এই জগাখিচুড়িটা শেষমেষ পরিষ্কার হয়।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রলয় চরিত্রে
- টোটা রায়চৌধুরী মৈনাক চরিত্রে
- যীশু সেনগুপ্ত সিদ্ধার্থ চরিত্রে
- প্রিয়াঙ্কা ত্রিবেদী চাঁদনী ঘোষাল চরিত্রে
- বর্ষা প্রিয়দর্শিনী খুশি চরিত্রে
- রজতাভ দত্ত কাকু চরিত্রে
- বিশ্বনাথ বসু
- নম্রতা থাপা সঙ্গীতা চরিত্রে
- মৃণাল মুখোপাধ্যায় ত্রিদিব ঘোষাল চরিত্রে
- অর্পিতা বেকার সঙ্গীতার কাকিমা চরিত্রে
বৃন্দ
[সম্পাদনা]- পরিচালক- স্বপন সাহা
- প্রযোজক মুকুল সরকার
- সঙ্গীত পরিচালক- অশোক ভদ্র
- লিরিক্স- গৌতম সুস্মিত
- চিত্রনাট্য -মঞ্জিল বন্দ্যোপাধ্যায়
- কাহিনি -মঞ্জিল বন্দ্যোপাধ্যায় ও সলিল কুমার নস্কর
- সংলাপ- মঞ্জিল বন্দ্যোপাধ্যায়
- সিনেমাটোগ্র্যাফার -দেব রাজন ও পি দেবরাজন
- নৃত্য পরিকল্পনাকার -জে শ্রীনু
- একশন পরিচালক- জুডো-রামু
- শিল্প পরিচালক- সমীর কুন্ডু
- আবহ সঙ্গীত - এসপি ভেঙ্কটেশ
- প্লেব্যাক সিঙ্গারr -অলকা ইয়াগনিক, জুবিন গর্গ
সঙ্গীত
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। (August 2018) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Golmaal (2008)"। www.gomolo.in। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- gomolo.in (ইংরেজি)
- www.screenindia.com preview (ইংরেজি)