গোঁজলা গুই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোঁজলা গুই ছিলেন একজন বাঙালি লোকগায়ক। তিনি বাংলা কবি গানের আদি পুরুষেদের অন্যতম। তাকে কবি গানের স্রষ্টাও বলা হয়।

জীবনী[সম্পাদনা]

গোঁজলা গুই আনুমানিক ১৭০৪ খৃষ্টাব্দে জন্মগ্রহন করেন। তাঁর জীবনবৃত্তান্ত বিশদ জানা যায় না। তিনি টপ্পা রীতি ও টিকারা সঙ্গতে কবিগান করতেন। তাকে কবিগানের জনক হিসেবে অভিহিত করা হয়ে থাকে।[১] কবি ঈশ্বরচন্দ্ৰ গুপ্ত, ১২৬১ সালের ১লা অগ্রহায়ণের সংবাদ প্রভাকরে লিখেছেন “১৪০ এক শত চল্লিশ বৎসরের এ দিক নহে, বরং অধিক হইবে, গোঁজলা গুই গান প্ৰস্তুত করেন”। তাঁর সমসাময়িক কবিয়ালরা ছিলেন রাসু নৃসিংহ, লালু, কেষ্টা মুচি, নন্দলাল। অনেকে মনে করেন, এঁরা ছিলেন গোঁজলা গুই-য়ের শিষ্য।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৩৬। আইএসবিএন 978-8179551356 
  2. "পাতা:সাহিত্য পরিষৎ পত্রিকা (দ্বিতীয় ভাগ).pdf/৩৪৯ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১