গান্ধী ভবন, চণ্ডীগড়
অবয়ব
গান্ধী ভবন ভারতের চণ্ডীগড় শহরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধীর বাণী ও কর্ম নিয়ে গবেষণা করা হয়। ভবনটির নকশা তৈরি করেন সুইস স্থপতি পিয়েরে জেনেরেট।[১][২]
নকশা
[সম্পাদনা]এটি আসলে একটি পুকুরের মাঝখানে অবস্থিত মিলনায়তন। স্থপতি নির্মিত একটি ম্যুরাল ভবনের প্রবেশপথে দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়। এর প্রবেশদ্বারে "সত্যই ঈশ্বর" কথাটি লেখা হয়েছে। বর্তমানে ভবনটিতে গান্ধী সম্পর্কিত প্রচুর বইয়ের সংগ্রহ রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Le Corbusier's Chandigarh"। Nytimes.com। ২৫ এপ্রিল ১৯৮২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "City comes together to support Hazare - Indian Express"। Indianexpress.com। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।