গণতান্ত্রিক বিপ্লবী পিপলস পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


গণতান্ত্রিক বিপ্লবী পিপলস পার্টি (ডিআরপিপি) ছিল ভারতের মণিপুর রাজ্যের একটি রাজনৈতিক দল[১] দলটি ২০০২ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে ২৩ জন প্রার্থীকে ঘোষণা করেছিল, যাদের মধ্যে দুজন নির্বাচিত হয়েছিল - এন. বীরেন সিং এবং থোকচম মেইন্যা । [২]

মোট, দলটি ৫১,৯১৬ ভোট পেয়েছে। নির্বাচনের পরে দলটি মণিপুরে ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) নেতৃত্বে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ফ্রন্টে যোগ দেয়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে ডিআরপিপি জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Singha, Komol; Singh, M. Amarjeet (২০১৫)। Identity, Contestation and Development in Northeast India। Taylor & Francis। 
  2. "Archived copy" (পিডিএফ)। ২০০৫-০৫-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫