খৈরাবাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খৈরাবাড়ি ভারতের আসাম রাজ্যের উদালগুড়ি জেলার একটি শহর। [১] খয়রাবাড়ী খয়রাবাড়ী মহকুমার মহকুমা সদর দপ্তর হিসেবে কাজ করে। [২] শহরের মোট ভৌগলিক আয়তন 56.93 হেক্টর। খয়রাবাড়ী শহরের মোট জনসংখ্যা ৮৭৩ জন, যার মধ্যে পুরুষ জনসংখ্যা ৪৪৩ জন এবং মহিলা জনসংখ্যা ৪৩০। [৩] খয়রাবাড়ী শহরের সাক্ষরতার হার 80.64% যার মধ্যে 85.10% পুরুষ এবং 76.05% মহিলা সাক্ষর। [৪]

খয়রাবাড়ী শহরে প্রায় ২১৪টি বাড়ি রয়েছে। [৫] খয়রাবাড়ি শহরের গ্রামের পিনকোড হল 784522। খয়রাবাড়ি উদালগুড়ি জেলা সদর থেকে পশ্চিম দিকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি তহসিল সদর দফতর। রঙ্গিয়া, মঙ্গলদোই, নলবাড়ি, গুয়াহাটি হল খয়রাবাড়ির কাছাকাছি শহর।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. News, India TV। "Khoirabari Pin Code | Postal Code (Zip Code) of Khoirabari, Darrang, Assam, India"www.indiatvnews.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  2. "Pin Code of Khoirabari, Udalguri, Assam, India"indiapincodes.net। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  3. "Make My Trip | Khoirabari" 
  4. "Villages & Towns in Khoirabari Circle of Darrang, Assam"www.census2011.co.in। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  5. "Maps, Weather, and Airports for Khoirabari, India"www.fallingrain.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯