খালেদ আরেফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালেদ আরেফ
خالد عارف
বাহরাইনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ এপ্রিল ২০১১
ব্যক্তিগত বিবরণ
জন্মতাহা মোহাম্মদ মাহমুদ আব্দুল কাদের
১৯৪৬
কাউকাব আবু আল-হিজা, ফিলিস্তিন
জাতীয়তাফিলিস্তিনি

তাহা আবদেল কাদের, খালেদ আরেফ নামেও পরিচিত, (আরবি: طه محمد محمود عبد القادر; জন্ম: ১৯৪৬) হলেন একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ, কূটনীতিক এবং ফিলিস্তিনি জাতীয়তাবাদী দল ফাতাহ-এর সদস্য।

৬ অক্টোবর, ২০১০-এ, তিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস কর্তৃক বাহরাইনে ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হন।[১] ১২ এপ্রিল, ২০১১-এ, তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তার পরিচয়পত্র পেশ করেন।[২] ১১ সেপ্টেম্বর, ২০২০-এ, বাহরাইন-ইসরায়েল স্বাভাবিকীকরণ চুক্তির ফলে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীরা তাকে বাহরাইন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।[৩] ২০২০ সালের ১৮ নভেম্বর, তিনি বাহরাইনে ফিরে আসেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]