ব্যারিস্টার তাহমিদুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যারিস্টার তাহমিদুর রহমান (জন্ম: ৬ জুলাই ১৯৯৫) বাংলাদেশী আইনজীবীব্যবসায়ী। তিনি ২০২৪ সালের পহেলা এপ্রিল বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’র ব্যাংকিং, এনার্জি এবং এন্টারপ্রিনিউরশিপ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তাহমিদুর রহমান ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল এ জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল মনসুর একজন ব্যবসায়ী এবং তার মা সাজিয়া আফরিন হলেন গৃহিনী।

তিনি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে থেকে এসএসসি পাশ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ব্যারিস্টার তাহমিদুর রহমান একই সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন, তারপর ইংল্যান্ডে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন।

তার স্ত্রী ব্যারিস্টার মেহেরুবা মাহবুব [২]পেশায় আইনজীবী এবং ব্যবসায়ী।

কর্মজীবন[সম্পাদনা]

ব্যারিস্টার তাহমিদুর রহমান পেশায় আইনজীবী এবং প্রকৌশলী [৩]। ব্যারিস্টার তাহমিদুর রহমান টিআরডব্লিউ ল ফার্মের প্রতিষ্ঠাতা এবং ফুয়েল এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, বিশেষ করে ব্যাংকিং, জ্বালানি শিল্প এবং উদ্যোক্তা খাতে সক্রিয়ভাবে জড়িত[৪]। ব্যারিস্টার তাহমিদুর রহমান ডি স্মার্ট সলিউশনস এবং এস আলম গ্রুপ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ২০২০ সাল থেকে তিনি কানাডা চেম্বার অফ কমার্সের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এফবিসিসিআইর চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদ"প্রতিদিনের সংবাদ। মো. সাইদুল ইসলাম। ২১ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২ মে ২০২৪ 
  2. "মেহরুবা মাহবুব ও তাহমিদুর রহমানের 'বার-অ্যাট-ল' ডিগ্রি লাভ"দৈনিক আজাদী। এম এ মালেক। ১৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪ 
  3. "এফবিসিসিআইর তিন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর"যুগান্তর। সালমা ইসলাম। ২০ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪ 
  4. "এফবিসিসিআইর তিন স্থায়ী কমিটির নেতৃত্বে তাহমিদুর রহমান"bdnews24। তৌফিক ইমরোজ খালিদী। ২৪ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৪