খলিফা বিন হামাদ আলে সানি
অবয়ব
| |
---|---|
কাতারের আমির | |
রাজত্ব | ২২ ফেব্রুয়ারি, ১৯৭২ –২৭ জুন, ১৯৯৫ |
পূর্বসূরি | আহমদ বিন আলী আলে সানি |
উত্তরসূরি | হামাদ বিন খলিফা আলে সানি |
জন্ম | আল রাইয়ান, কাতার | ১৭ সেপ্টেম্বর ১৯৩২
মৃত্যু | ২৩ অক্টোবর ২০১৬ দোহা, কাতার | (বয়স ৮৪)
রাজবংশ | আলে সানি |
পিতা | হামাদ বিন আব্দুল্লাহ আলে সানি |
মাতা | আয়েশা বিনতে খলিফা আল সুওয়াইদি |
ধর্ম | সুন্নি ইসলাম |
শেখ খলিফা বিন হামাদ বিন আব্দুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আলে সানি (১৯৩২–২০১৬) ছিলেন কাতারের একজন শাসক বা আমির।[১][২] তিনি ১৯৭২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন। ২৭ জুন (১৯৯৫) তার বড় পুত্র হামাদ বিন খলিফা একটি রক্তপাতহীন প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে ক্ষমতা দখল করেন।[৩] তিনি ২০১৬ সালে তার নাতি বর্তমান আমির তামিম বিন হামাদের শাসনামলে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "من هو أمير قطر الراحل الشيخ خليفة بن حمد آل ثاني؟"। ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২২।
- ↑ "من "خليفة" إلى "تميم".. 48 عاما من انقلابات الأسرة الحاكمة في قطر"। ২২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Hutchinson Encyclopedia।