ক্লাইমেন (ওকেয়ানিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণ অনুসারে, ক্লাইমেন ছিলেন একজন ওকেয়ানিদহোমারহাইজিনাসের সূত্রমতে, তিনি নেরেউসদোরিসের কন্যা।[১][২] তিনি টাইটান ইয়াপেটাসের স্ত্রী এবং প্রোমেথেউস, এপিমিথিয়াস, অ্যাটলাসমেনয়তিউসের মাতা।

পুরাণ[সম্পাদনা]

হোমারের ইলিয়াডে থেটিসের পুত্র অ্যাকিলিসের মৃত্যুর পর সমুদ্র থেকে ট্রয়ের উপকূলে জড় হয়ে শোক প্রকাশ করেছিলেন এমন ৩২ জন ওকেয়ানিদের একজন ছিলেন ক্লাইমেন।

সঙ্গীত[সম্পাদনা]

ব্রেটনের সঙ্গীতদল ট্রাই ইয়ানের অ্যাবিসেস" (২০০৭) অ্যালবামের "আই ক্রসড দ্য নেরেইড" গানে ক্লাইমেনের উল্লেখ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]